আফগানিস্তানের বিপক্ষে লিটনই অধিনায়ক

ভাবনায় অনেকেই ছিলেন। তবে, এবার প্রচলিত পন্থাতেই হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে অধিনায়কের দায়িত্বটা পালন করবেন লিটন কুমার দাসই।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং চলাকালে চোট পান সাকিব আল হাসান। তিনি পরের ম্যাচে খেলতে পারেননি। ছিটকে যান ছয় সপ্তাহের জন্য। এর ফলে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পুরোটাই মিস করবেন তিনি।

সেদিক থেকে টেস্টের অধিনায়ক খুঁজে বের  করার একটা চ্যালেঞ্জ ছিল বিসিবির। প্রটোকল অনুযায়ী সহ-অধিনায়কেরই দায়িত্বটা পাবার কথা। তবে, বিসিবি এখানে আরও কিছু ‘বিকল্প’ খুঁজেছে। সেই তালিকায় মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরাও ছিল। তবে, শেষ অবধি জয় হয়েছে লিটনেরই।

আসলে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করেছিলেন লিটন নিজেই। অধিনায়কত্বের বাড়তি দায়িত্বের সঙ্গে নিজের ব্যাটিংয়ে মন দেওয়াটা সম্ভব হবে কি না – সেটা নিয়ে ছিলেন দোটানায়। তবে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সংশয় কেটে গেছে লিটনের। তিনি এখন অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত।

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। এরপর ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজও জিতিয়ে দেন লিটন। ফলে, অধিনায়কত্বের চাপ তাঁর জন্য নতুন কিছু নয়। আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাদা পোশাকে লিটনই নামবেন টস করতে।

লিটনের অধিনায়কত্ব করতে রাজি হওয়াটা নি:সন্দেহে স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান সুখকর নয়। দেশের মাটিতে আগের টেস্টে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জিতেছিল রশিদ খানরা। আর এবার দলের সবেধন নীলমনি সাকিবও নেই। এর মধ্যে অধিনায়কত্ব সংকটটা দলকে ঠেলে দিচ্ছিল বাড়তি জটিলতায়। তবে, সেই জটিলতাটা আপাতত কেটে গেছে।

নতুন অধিনায়ক হিসেবে লিটনের নামই চূড়ান্ত হয়ে গেছে। খুব দ্রুতই টেস্টের জন্য দল ঘোষণা করে দেবে বিসিবি। সাকিব না থাকলেও, সর্বশক্তি নিয়েই আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে লিটন, তাসকিন, মিরাজ কিংবা মুশফিকরা এর মধ্যেই মাঠের অনুশীলনে নেমে গেছেন। বৃষ্টি বাদলা উপেক্ষা করেই চলছে অনুশীলন। এবার সেই অনুশীলনের ফল মিললেই হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link