ভারতের পরাজয় ক্রিকেটের জন্য ভাল!

ভারত আর পাকিস্তানের মাঝে শীতল সম্পর্কের কে না জানে। সেটারই সূত্র ধরে দুই দেশের সাবেক ক্রিকেটাররাও আলোচনার টেবিলে একে অপরের সমালোচনা করেন। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা লাইমলাইটে থাকার জন্য প্রায়ই ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে থাকেন।

এই যেমন আবদুল রাজ্জাক সম্প্রতি বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা করতে গিয়ে ভারতকে ছোট করে একাধিক কথা বলেছেন। তিনি বলেন, ‘ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য খুবই দু:খজনক হতো। তাঁরা কন্ডিশনের সুবিধা নিয়েছে; আমি এর আগে কোনো আইসিসি ফাইনালের জন্য এত খারাপ পিচ দেখিনি। এটা ক্রিকেটের জন্য দারুণ যে ভারত হেরেছে।’

এই পেস বোলিং অলরাউন্ডার আরো যোগ করেন, ‘ভারত জিতলে আমাদের খুব খারাপ লাগত। একটা সেমিফাইনালে রান হয়েছে ৪০০ এবং ৩৫০। অন্য সেমিফাইনালে ২২০-২৩০ রান হয়েছে। এর মানে কন্ডিশনের পরিবর্তন করা হয়েছে। কিন্তু একটা টুর্নামেন্টে পিচগুলো সব দলের জন্য একই হওয়া উচিত। ফাইনালেও ভারত সুবিধা নিতে চেয়েছিল; কোহলি ১০০ রান করলে তাঁরাই বিশ্বকাপ জিততো।’

এর আগে ভারতের বলিউড স্টার ঐশ্বরিয়া রায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে শিরোনাম দখল করেছিলেন রাজ্জাক। সেসময় তিনি বলেছিলেন, ‘আমার মতে, আমাদের খেলোয়াড়রা উন্নতি ও উন্নতি করতে চায় না। কিন্তু এটা কখনই হবে না যে, আমি ঐশ্বরিয়াকে (রাই) বিয়ে করব এবং বিশ্বাস করব সু-সন্তান হবে।’

এছাড়া বিশ্বকাপ চলাকালীন দেশটির সাবেক ক্রিকেটার হাসান রাজা হাস্যকর এক ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন যে, আইসিসি ভারতীয় পেসারদের আলাদা বল সরবরাহ করে।

আবার ইনজামাম উল হক দাবি করেছিলেন হরভজন সিং নাকি ধর্মান্তরিত হতে চেয়েছিল। এমন অনেক ঘটনাই ঘটেছে যা দুই দেশের সম্পর্ককে আরো বিষিয়ে তুলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link