আইপিএল এবং তাসকিন আহমেদ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। বারবার আইপিএল ইস্যুতে শোনা যায় তাসকিনের নাম, কিন্তু কখনোই খেলা হয়নি তাঁর। গত কয়েক বছরের নিয়মিত এই ঘটনার আবারো পুনরাবৃত্তি ঘটলো, আরো একবার আইপিএল থেকে ডাক পেলেন তিনি।
গুঞ্জন অনুযায়ী, লখনৌ সুপার জায়ান্টস যোগাযোগ করেছে এই পেসারের সঙ্গে। দু’পক্ষের মধ্যে ইতোমধ্যে কথাও হয়েছে। তবে এখনই চূড়ান্ত নয় কোনকিছু। যদিও স্কোয়াড বিশ্লেষণ করলে লখনৌর পেস বিভাগের ঘাটতি ফুটে উঠবে, তাই তাঁর প্রতি আগ্রহ থাকাটা যথেষ্ট যৌক্তিক বটে।
বর্তমানে তাসকিন আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে, সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক ম্যাচে সাত উইকেট তুলে নিয়ে বিশ্বের ক্রিকেটাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি, বনে গিয়েছেন বিপিএলের সেরা বোলিং ফিগারের মালিক। সেই সাথে টেস্ট খেলুড়ে বোলারদের মধ্যেও সেরা অবস্থানে আছেন তিনি।
চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী এই ডান-হাতি, তবে কেবল উইকেট শিকারেই সীমাবদ্ধ নন তিনি। ক্যারিয়ারে পুনর্জাগরণ ঘটার পর থেকেই উইকেট তোলার পাশাপাশি ইকোনমিক্যাল বোলিংয়ে মনোযোগী হয়ে উঠেছেন তিনি। সত্যি বলতে, বিশ্বের যেকোনো কন্ডিশনে যেকোনো দলের মেইন পেসার হওয়ার সামর্থ্য আছে তাঁর।
সেজন্যই ২০২২ সালের পর থেকে নিয়মিত আইপিএলের ফ্রাঞ্চাইজি তাসকিনের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু দেশের জার্সিতে খেলা থাকায় কখনো যাওয়া হয়নি তাঁর, আবার কখনো চোট শঙ্কা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনওসি দেয়নি। এবার কি তবে ভিন্ন কিছু ঘটবে? আলো ঝলমলে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে তাঁকে?
এখনই নিশ্চিত উত্তর জানার সুযোগ নেই অবশ্য, তবে টাইগার তারকার প্রতি লখনৌর আগ্রহ আশাবাদী করছে লাল-সবুজের সমর্থকদের; বাকিটা নির্ভর করছে সময়ের হাতে।