পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডেকে হারিয়ে সিরিজ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। তাই দলের এমন পারফরম্যান্সে খুশি মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অধিনায়ক মনে করেন টি-টোয়েন্টিতেও এখন তাঁরা ভালো দল।
চলতি বছর টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ থেকে যে জয় রথ শুরু হয়েছিল সেটা চলছে এখনো। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের সাথেও সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
চলতি বছর এই ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে আটটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে র্যাংকিংয়ে খুব একটা ভালো অবস্থানে ছিলো না বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সিরিজের বাকি ম্যাচ গুলো জিতলে পাঁচ নম্বরে উঠে আসার সম্ভবনাও রয়েছে বাংলাদেশের।
তাই সব কিছু মিলিয়ে মাহমুদউল্লাহর মনে হচ্ছে এখন তাঁরা এই ফরম্যাটেও ভালো দল। দলের ধারাবাহিকতায় খুশি মাহমুদউল্লাহ আজ ম্যাচ শেষে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এই ফরম্যাটে আমরা একটি ভালো দল। আমরা জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরে খুশি।
ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ১৪১ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ। এই রান নিয়ে সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসানের দারুণ বোলিংয়ে এক পর্যায়ে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই সহজেই শেষ হতে যাওয়া ম্যাচ জমে গিয়েছিল শেষ ওভারে। জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান।
আর শেষ দুই বলে প্রয়োজন ছিল ১৩ রান। এমন অবস্থায় থেকে বাংলাদেশ যখন জয় উৎযাপনের প্রস্তুতি নিচ্ছিলো তখন মুস্তাফিজুর রহমানের একটি নো বলে লাথামের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। শেষ দুই বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। মুস্তাফিজের দুই বলে লাথাম নিতে পারেন মাত্র তিন রান।
বাংলাদেশের অধিনায়ক মনে করেন টি-টোয়েন্টিতে এরকম ম্যাচ হবেই। তবে মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসী ছিলেন নো বল করে চাপে পড়ার পরেও ম্যাচ জেতাবেন মুস্তাফিজ। এছাড়া বাংলাদেশের অধিনায়ক প্রশংসা করেছেন শেখ মেহেদী হাসানেরও। এই স্পিনার চার ওভারে মাত্র ১২ রান দিয়ে শিকার করেছিলেন দুই উইকেট।
মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে এরকম প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ম্যাচ হবেই। জয় পেয়ে আমরা খুশি এটাই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ তাঁর স্নায়ু ধরে রেখেছিল। রান আটকানোর জন্য আমি ওর প্রতি আত্মবিশ্বাসী ছিলাম এবং সে তা করেছে। মেহেদী প্রথম থেকেই ভালো বোলিং করেছে। ফ্ল্যাট লাইটের আলোর নিচে উইকেট ভালো ছিল।’
আজকের ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে হারলেও প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক টম লাথাম জানিয়েছেন আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েই আজ ভালো খেলেছেন তাঁরা। লাথাম নিজেও শেষ পর্যন্ত উইকেটে থেকে করেছিলেন ৬৭ রান। ম্যাচ হারলেও সবার পারফরম্যান্স খুশি কিউই অধিনায়ক।
লাথাম বলেন, ‘এটি একটি ভালো ম্যাচ ছিল। প্রথম ম্যাচ থেকে আমরা যা শিখেছি আমার মনে হয় এই ম্যাচে সেটা কাজে লাগিয়েছি। আমরা আজ বল হাতে তেমন ভালো ছিলাম না। যে রকম হওয়া উচিত ছিল সেটা হয়নি। ১৪০ প্রতিযোগিতামূলক রান ছিল এবং আমরা চাপটা নিয়ে ফেলি। আমার ইচ্ছা ছিল শেষ পর্যন্ত ব্যাট করা। সবার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’