বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই হল রান উৎসব। দুর্বার রাজশাহীর দেওয়া ১৯৮ রানের টার্গেট ১১ বল বাকি রেখেই জিতে যায় ফরচুন বরিশাল। ফাহিম আশরাফ আর মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫ বলে ৮৮ রানের ঝড়ো পার্টনারশিপে উড়ে গেল রাজশাহী।
পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে এক মাহমুদউল্লাহ বাদে ব্যর্থ সবাই। তবে আরেক অভিজ্ঞ ফাহিম আশরাফকে নিয়ে অসাধ্য সাধন করে মাহমুদউল্লাহ। শেষ ছয় ওভারে বরিশালের দরকার ছিল ৭৮ রান।
১৫ তম ওভার থেকে ঝড় শুরু করলেন দু’জন। হাসান মুরাদকে টানা তিন ছয় মেরে ম্যাচের মোড় ঘুরানো শুরু করেন আশরাফ। পরের ওভারেই মৃত্যুঞ্জয় চৌধুরীকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরে রানের সাথে পাল্লা দিয়ে দলকে জয়ের পথেই রাখেন মাহমুদউল্লাহ।
তবে লাহিরু সামারাকুনের এক ওভারে ২৫ রান নিয়ে রীতিমতো টার্গেটটা মামুলিই বানিয়ে ফেললেন ফাহিম। ১৭ তম ওভারটায় মারলেন তিন ছক্কা আর এক চার।
ম্যাচটা ততক্ষণে পকেটে পুরে ফেলেছে বরিশাল। তাসকিনের ওভারে এক চারে ১০ রান নিলেন মাহমুদুল্লাহ। আর মৃত্যুঞ্জয়ের বলে ফাহিম উইনিং ছক্কাটা মেরে দলকে এনে দিলেন রোমাঞ্চকর এক জয়।
১৫ থেকে ১৮.১ ওভারে রান এলো যথাক্রমে ২০, ১৯, ২৫, ১৬। ২৫ বলে রান এলো ৮০! দুই অভিজ্ঞ ক্রিকেটার অবিশ্বাস্য এক জয় উপহার দিল দলকে। বিপিএলেও জমে উঠলো প্রথম ম্যাচ দিয়েই।