তামিম ইকবাল মাঠে থাকবেন, আর কোনো ঘটনা ঘটবে না – তা কি করে হয়। এবারও ঘটনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। বিতর্কিত এক রান আউটের সাথে জড়িয়ে থাকল তামিম ইকবালের নাম।
যদিও, এখানে দায়টা তামিমের চেয়ে বেশি তাঁর সঙ্গী ডেভিড মালানের। হঠাৎ লাফিয়ে ওঠা বল কাভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিরেন মালান। কলটা মালানেরই ছিল। তামিম সেই অনুযায়ী রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন।
কিন্তু, রান তো নেওয়া সম্ভব না! মালান যখন ফিরিয়ে দেন তামিমকে তখন অনেক দেরি হয়ে গেছে। ফলাফল, নন স্ট্রাইকিং এন্ডে রান আউটের শিকার হলেন তামিম। উসমান খানের দারুণ ফিল্ডিংয়ের পর বেল উপড়ে ফেলতে ভুল করেননি চিটাগং কিংসের আলিস আল ইসলাম।
মালান তখনই ‘সরি’ বলে দেন তামিমকে। যদিও, লাভ হয়নি। ক্ষোভ আর মুখ ভরা বিরক্তি দিয়ে ফিরে যান সাজঘরে। কিন্তু, ঘটনার রেশ এখানেই শেষ হয়নি।
মাঠের মধ্যেই তখন লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর সাথে গোল বাঁধে মালানের। কারণ জানা না গেলেও দু’জনের মধ্যকার তর্কাতর্কি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। গণ্ডগোল অবশ্য খুব বড় হওয়ার আগেই থেমে গেছে।
পরের ওভারেই লো-স্কোরিং ম্যাচের আমেজ বাড়িয়ে দেন তাওহীদ হৃদয়। খালেদ আহমেদের বলে শর্ট কাভারে ক্যাচ তুলে দেন তিনি। ক্যাচটা পরিস্কার ছিল না। সিদ্ধান্ত দিতে হয় থার্ড আম্পায়ারকে।
হৃদয়ের এই আউটের সিদ্ধান্তেও সন্তুষ্ট হতে পারেননি তামিম ইকবাল। সাইডলাইনে দীর্ঘসময় আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে।