মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থা উন্নতির পথেই আছে। যদিও, আবারো তিনি করোনা ভাইরাসের পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন।
গেল ২০ জুন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ১৪ দিন বাদে আবারো পরীক্ষা করোনা হয়েছে। এবং এই পরীক্ষাতেও তিনি ‘পজিটিভ’ এসেছেন।
তবে, নড়াইল দুই আসনের এই সংসদ সদস্যের শরীর এখন ভাল। জ্বর বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা তাঁর নেই।
এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করেছেন তিনি। দু’বার তাকে ঢাকা থেকে আসতে হয়েছিল নড়াইলে। তাঁর চিকিৎসার দিকটা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ।