টি -টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জমে উঠেছে মূল পর্বে ওঠার লড়াই। গ্রুপ ‘এ’-এর পর ‘বি’ গ্রুপেও একই দৃশ্য। শেষ দিনের লড়াইয়ের মাধ্যমে নিশ্চিত হবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুই দল উত্তীর্ণ হবে মূল পর্বে। গ্রুপ ‘বি’-এর নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড থেকে ৪২ রানে হারা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারায় ৩১ রানে। আর এতেই বিশ্বকাপ মূল পর্বে খেলার আশা বেঁচে থাকে ক্রিস গেইল- কাইরেন পোলার্ডের উত্তরসূরিদের।
ওয়েস্ট ইন্ডিজের জন্য বাঁচা-মরার লড়াই হলেও প্রতিপক্ষ জিম্বাবুয়ের জন্য ছিল বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার ম্যাচ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে পরের পর্বে পৌঁছে যেত ফ্লাওয়ার ভাইদের দেশ জিম্বাবুয়ে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে শুরুতেই ব্যাটিং নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে ওপেনার কাইল মেয়ার্সের উইকেট হারালেও জনসন চার্লসের ব্যাটে ভর করে বড় রানেরই স্বপ্ন দেখেছিলেন ক্যারিবিয়ান সমর্থকেরা। ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৯০ রানে জনসন চার্লস ৩৬ বলে ৪৫ করে রান আউটে কাঁটা পড়েন। জনসন চার্লসের আগে ও পড়ে রোভম্যান পাওয়েল ও আকিল হোসেন ছাড়া বাকি সকল ব্যাটার ব্যর্থ হন।
রোভম্যান পাওয়েল ২১ বলে ২৮ ও আকিল হোসেন ১৮ বলে ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটার বলার মতো স্কোর গড়তে না পারলে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রানে শেষ হয় তাদের ইনিংস। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ১৮ রান তুলে নিয়ে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। তবে শুরুতে দারুন কিছু করার আভাসের পর দলীয় ৬৪ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ওপেনার ওয়েসলি মাধভিরে ১৯ বলে ২৭ ছাড়া বাকি কোনো ব্যাটারই বলার মতো স্কোর করতে পারেননি। রেগিস চাকাভা থেকে শীন উইলিয়ামস এমনকি গত ম্যাচে দারুন ব্যাটিং করা সিকান্দার রাজা বাজে শট খেলে আউট হয়ে যান।
এরপর মিল্টন শুম্বাকে নিয়ে অস্ট্রেলিয়া বধের নায়ক রায়ান বার্ল ব্যাটিংয়ে স্থিতিশীলতা আনতে চাইলেও আকিল হোসেনকে অহেতুক সুইপ শট খেলতে গিয়ে শামারাহ ব্রুকসের হাতে ক্যাচ তুলে দেন শুম্বা। জিম্বাবুয়ের এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বে যাওয়ার ভাবনা ডুবতে শুরু করে।শুম্বার বিদায়ের পর লুক জঙ্গওয়ে উইকেটে আসলে শেষ ৯ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ৭২ রান হাতে ৪ উইকেট।
তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে লুক জঙ্গওয়ে চেষ্টা করলেও তাকে কেউ সঙ্গ দিতে না পারায় ১৮.২ ওভারে ১২২ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের হার নিশ্চিত করেন।
দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে নাটকীয়ভাবে স্কটল্যান্ডের ছয় উইকেটে পরাজয়ের পর জিম্বাবুয়ের কাছে সুযোগ ছিলো প্রথম দল হিসেবে মূলপর্ব নিশ্চিতের। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার কারণে মূল পর্বে উঠতে হলে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। অন্য ম্যাচে আয়ারল্যান্ডের সাথে জিতলেই কেবল মূল পর্ব নিশ্চিত করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ।