এবাদতের ব্যাটে রফিকের ছায়া

এবার সুযোগ পেয়ে হাত খুলে মেরেছেন। আর এবারও তাঁকে আউট করা যায়নি। অলআউট হওয়ার আগে বড় সংগ্রই পেয়েছে বাংলাদেশ।

এবাদত হোসেন যেন মোহাম্মদ রফিকের স্মৃতি ফিরিয়ে আনলেন। শেষের দিকে নেমে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শুরুর জমানায় যেভাবে ঝড় তুলতেন রফিক, সেই কাজটাই এবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করলেন এবাদত।

অল আউট হওয়ার আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ করে ৪৭৬ রান। এবাদতের পাওয়ার হিটিংয়েই স্কোরটাকে ৫০০’র কাছাকাছি নিতে পারল বাংলাদেশ।

তিনটা চার হাঁকালেন, সাথে একটা ছক্কা। রান অপরাজিত ১৮। মজার ব্যাপার হল, টেস্টে এখনও ১০০ রানও করতে না পারা এবাদতের সেরা টেস্ট ইনিংসের তালিকায় এটা থাকছে দ্বিতীয় স্থানে। ক্যারিয়ার সেরা ২১ রানে অপরাজিত ছিলেন তিনি তিন বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের গ্রস আইলেটে।

আরও মজার ব্যাপার হল, এখন পর্যন্ত ২৪ বার শূণ্য রান করেছেন এবাদত। এর মধ্যে ডাক ১০ টা। মানে আরও ১৪ বার তিনি শূণ্য রান করে শেষ ব্যাটার হিসেবে ছিলেন অপরাজিত।

এবার সুযোগ পেয়ে হাত খুলে মেরেছেন। আর এবারও তাঁকে আউট করা যায়নি। অলআউট হওয়ার আগে বড় সংগ্রই পেয়েছে বাংলাদেশ।

Share via
Copy link