পায়ের মাংসপেশীতে যে চোট পেয়েছিলেন লিওনেল মেসি, সেটা থেকে তিনি সেরে উঠেছেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। ফলে ১৪ জুন মায়োর্কার বিপক্ষে তার খেলতে কোনো বাঁধা নেই বলেও জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন মেসি। পরের দিন বুধবার অনুশীলনেও আসেননি। এরপর স্প্যানিশ সংবাদ মাধ্যমে চাউর হয় মায়োর্কার বিপক্ষে তার না থাকার শঙ্কা। বার্সা কোচ নিশ্চিত করেছেন ফিটনেস জনিত আর কোনো শঙ্কা নেই মেসির। সেতিয়েন বলেন, ‘সে এখন ভালো আছে। মেসি মূলত বিশ্রামে ছিল সতর্কতার জন্যে। বহুদিন পর খেলা শুরু হওয়ায় ছোটখাট চোটে অনেকেই পড়েছে, এ কারণেই বিশ্রাম। অনর্থক চাপ নিয়ে খেললে বড় চোটও হতে পারে। তখন বড় সময়ের জন্যে হারাতে হবে খেলোয়াড়দের।’
এদিকে মেসির আক্রমণভাগের সঙ্গী লুই সুয়ারেজ একাদশে ফিরবেন কিনা এ নিয়ে এখনো সন্দিহান বার্সা কোচ। তবে সে ম্যাচের স্কোয়াডে রাখার একটা ইংগিত দিয়েছেন তিনি।সেতিয়েন বলেন, ‘একাদশে থাকবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না। আলোচনা করতে হবে আমাদের। বহুদিন পর মাঠে ফিরেছে সে। নেমেই ৯০ মিনিট খেলে ফেললে তার জন্যে বেশ চাপের হয়ে যেতে পারে ব্যাপারটা।’
১১ ম্যাচ বাকি থাকতে বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে। রিয়ালও অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। ৫৬ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়নদের। এরই মাঝে আগামী ১৪ জুন মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে করোনাসৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরতি শেষ করে মাঠে ফিরবে বার্সেলোনা। এর ঠিক একদিন পর নিজেদের মাঠে এসডি এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে কোচ জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।