‘তাঁরা সামনে আর কিছু জিতবে না’

স্বপ্নের একটা সময় পার করে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা এখন ক্লাব ফুটবলে মশগুল। তবুও যেন সেই অতুলনীয় সময়ের রেশ কাটে না। আলোচনায় কোথাও না কোথাও কাতার বিশ্বকাপ জায়গা করে নেয়। ঠিক যেন মাথার ভেতরে একটি ঘোর তৈরি করে রেখেছে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রা। আলোচনার পাশাপাশি সমালোচনাও থেমে নেই। সমালোচনার তালিকায় এবার নতুন করে যুক্ত হলেন কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ।

ফ্রান্সের সাথে তুমুল এক লড়াইয়ের সমাপ্তিতে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছিল আলবিসেলেস্তারা। দীর্ঘ ৩৬টি বছরের অপেক্ষার অবসানে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে ওঠে। সেই উল্লাস অবশ্য খানিকটা বুনো উল্লাসই ছিল বটে। তবে লিওনেল মেসির দলের সেদিনের উদযাপনের বেশকিছু বিষয় দৃষ্টিকটু ঠেকেছে গোটা বিশ্বের। ইব্রাহিমোভিচের কাছেও বিষয়গুলো অতিরিক্ত বলেই মনে হয়েছে।

সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতিই রোমন্থন করেন ইব্রাহিমোভিচ। সেখানে অবশ্য তিনি মেসির প্রশংসাই করেছেন। তবে নিন্দার বাণ ছুড়ে দিয়েছেন দলের বাকি খেলোয়াড়দের দিকে। তিনি বলেন, ‘মেসিকে ইতিহাস সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হয়। আমি নিশ্চিত ছিলাম সে জিতবে।’

এরপরই তিনি বলেন যে ইতিহাসে মেসি এবং তাঁর কৃতীত্ব স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। তিনি গোটা আর্জেন্টিনা দলের জন্যে যা করেছেন তা অতি দ্রুতই মানুষ ভুলে যাবে না। এ নিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি তাঁকে (মেসি) নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত আর্জেন্টিনা দলকে নিয়ে। কারণ তাঁরা আর কিছু জিতবে না। মেসি সবকিছুই জিতেছে, তাঁকে সবসময়ই স্মরণ করা হবে। তবে বাকি যারা খারাপ আচরণ করেছে তাদেরকে আমরা সম্মান করতে পারি না।’

মূলত বিশ্বকাপ জয়ের পর উদাযাপনে মাত্রা ছাড়িয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল আর্জেন্টিনার ফুটবলাররা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোটা টুর্নামেন্ট জুড়েই ছিলেন দুর্দান্ত। ফাইনালেও তিনি ছিলেন আলবিসেলস্তাদের দূর্গ। তবে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার জেতার পর তিনি অশালীন অঙ্গভঙ্গি করে বসেন। তাতেই ক্ষুব্ধ হয় বিশ্ব ফুটবলের একটি অংশ।

এছাড়াও গোটা দল শিরোপা নিয়ে উল্লাস করা মুহূর্তে প্রতিপক্ষে খেলোয়াড়কে ইঙ্গিত করে বাজে মন্তব্য করবার ঘটনাও ঘটিয়েছে আর্জেন্টিনার ফুটবলাররা। এসব উদযাপনের বিষয়ে খতিয়ে দেখতে ফিফা একটি অনুসন্ধানী কমিটি গঠন করেছে। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

জ্লাতান ইব্রাহিমোভিচ তাঁর দেওয়া সাক্ষাৎকারের একটা পর্যায়ে বেশ জোর দিয়ে বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে পেশাদার খেলোয়াড় হিসেবে আমি বলতে চাই যে তাদের আচরণই প্রমাণ করে যে তাঁরা একবারই জিতেছে এবং তাঁরা সামনে আর কিছু জিতবে না। আপনি ওভাবে কিছু জিততে পারবেন না।’

অবশ্য আর্জেন্টিনার সামনের দিলগুলোতে আর কোন ট্রফি জিতবে কি-না সেটা সময়ই বলে দেবে। যদিও বিশ্বকাপ পরবর্তী সময়ে কোচ লিওনেল স্কালোনি বলেছেন ২০২৬ বিশ্বকাপেও তিনি খেলাতে চান লিওনেল মেসিকে। মেসি জাদুতে যেকোন কিছুই জয় করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link