বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা থামতে না থামতেই মু্ম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব বদল নিয়ে রীতিমতো তোলপাড় পুরো ভারত। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ঠিক এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। আর এর মধ্যেই নতুন গুঞ্জব, রোহিতকে নাকি ট্রেড করে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে আইপিএলের অন্য এক ফ্র্যাঞ্চাইজি।
জানা গেছে, মুম্বাইয়ের সাবেক এই অধিনায়ককে দলে নেওয়ার জন্য মুম্বাইয়ের কাছে প্রস্তাব দিয়েছে দিল্লী ক্যাপিটালস। মূলত, ঋষাভ পান্ত এই মৌসুমে আইপিএলে খেললেও শেষ পর্যন্ত তিনি কতটা ফিট থাকতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে দিল্লী শিবিরে। আর এ কারণেই রোহিতকে নতুন অধিনায়ক হিসেবে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দিল্লীর সেই প্রস্তাব সোজা নাকচ করে দিয়েছে মুম্বাই।
রোহিতকে দলে নিতে চেয়ে দিল্লীর এমন প্রস্তাব দেওয়ার খবরটা সামনে আসে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করার পরই। তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্স কোনও প্লেয়ারকে অন্য দলে বিক্রি করেনি। একমাত্র হার্দিক পান্ডিয়াকে জায়গা করে দিতে তারা ক্যামেরন গ্রিনকে ১৭.৫ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ট্রেড করেছে। আর এই একই অর্থের বিনিময়ে তাঁরা পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে।
তবে গুঞ্জন আছে, ২০২১ সালে হার্দিককে মুম্বাই ছেড়ে দিয়েছিল তখনকার অধিনায়ক রোহিত শর্মার সাথে বনিবনা না হওয়ার কারণেই। আর তাই ২ বছর পর পুরোনো ঠিকানায় ফেরার পথে হার্দিক মুম্বাইকে অধিনায়কত্বের শর্ত জুড়ে দিয়েছিলেন।
হার্দিকের চাওয়া মতো মুম্বাইও রোহিত শর্মাকে তাদের পরবর্তী পরিকল্পনার কথা অবগত করেছিল। বিশ্বকাপের আগে একাধিক বৈঠকে, রোহিত শর্মা এ ব্যাপারে তেমন কোনো আপত্তিও জানাননি। তবে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়, হার্দিককে নতুন অধিনায়ক ঘোষণা করায় রোহিতসহ দলের অন্য ক্রিকেটারদের কোনো প্রতিক্রিয়া না আসায়। উল্টো ইনস্টাগ্রামে জাসপ্রিত বুমরাহ ও সুরিয়াকুমার যাদবের রহস্যজনক পোস্ট এই বিতর্ককে আরো উষ্কে দিয়েছে।
অতীত গুঞ্জন সত্য হলে, রোহিতের সাথে ঠিক শীতল সম্পর্ক রয়েছে হার্দিকের। যদিও সে ঘটনার ২ বছর পেরিয়ে গেছে। এখন দেখার পালা, হার্দিকের আগমনে মুম্বাইয়ের জার্সি গায়ে রোহিতের ভবিষ্যৎ ঠিক কতদূর গড়ায়।