এবার আশাবাদী মিরাজ

করোনা বিপর্যয় শুরু হওয়ার আগে থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে সব জায়গাতেই বাজে সময় পার করেছেন তিনি। প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খুব ভালো করতে পারেননি তিনি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে নিজকে ফিরে পেতে মারিয়া এই অলরাউন্ডার।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। দীর্ঘ বিরতীর পর মাঠে ফিরে ক্রিকেটাররা ছন্দ খুঁজে পাবেন কিনা এটা নিয়েই চলছে আলোচনা। তবে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরোনো অভিজ্ঞতা পুঁজি করে ভালো করতে আশাবাদী মিরাজ। সেই সাথে ঘরের মাঠে খেলা হওয়াতে বাড়তি সুবিধাও দেখছেন এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দেখেন যে লাস্ট তিন-চারটা আন্তর্জাতিক ম্যাচে কিন্তু আমি ওই রকম ভালো করতে পারিনি; দেশের মাটিতে, দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচ খেলেছি। কিন্তু আমার জন্য আলাদা একটা সুবিধা থাকবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং এর আগেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমি ভালো করেছি। আরও দেশের মাটিতে খেলা, টেস্ট-ওয়ানডে দুটোই। আর আমার অবশ্যই ভালো ফিলিংস থাকবে যে এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে ফিরে পাওয়ার ভালো একটা সুযোগ পাব। এটাই চেষ্টা করব যে নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য, দিনশেষে দলও যেন ভালো রেজাল্ট করে।’

করোনা বিপর্যয়ে সব ধরণের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়াতে ও অনুশীলন করতে না পেরে হতাশ ছিলেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ দিন পর হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বাসিত এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমার কাছে খুব ভালো লাগছে যে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সবচেয়ে বড় কথা যে আমরা একটা সিচুয়েশন পার করছি। গত এক বছর এবং আমরা হতাশ ছিলাম সবাই যে কিভাবে কি করব না করব। অনুশীলনও ওরকম ভালোভাবে করতে পারছিলাম না, যতটুকু আমরা চেষ্টা করতেছিলাম। কিন্তু এক বছর পর খেলা শুরু হচ্ছে এটা আমাদের প্রত্যেকে অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি।’

গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরাজ জানিয়েছেন ভালো ভাবেই চলছে ওয়েস্ট ইন্ডিজ বধের প্রস্তুতি। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো কথা যেটা আমরা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছি এবং ভালো অনুশীলন সেশন হচ্ছে। চারদিন আমরা ভালো একটু অনুশীলন সেশন পার করেছি।’

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান ফিরে আসাতেও উচ্ছ্বাসিত এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘হ্যাঁ, আমরা অনেকদিন পর এক সঙ্গে হয়েছি এবং বিশেষ করে আমাদের সবাই অনেক উৎফুল্ল আছে খেলার জন্য। সাকিব ভাইও দলে ফিরেছে , হয়তো এক বছর খেলার বাইরে ছিল। কিন্তু আমাদের জন্য একটু ভালো দিক ছিল যে করোনার ভেতর খেলা হয়নি। এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো দিক ছিল।

চার দিনের অনুশীলন শেষ হয়েছে। সাইফউদ্দিনও চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছে। মিরাজ জানিয়েছেন ভালো অবস্থানে আছে দল এবং ভালো করতে আশাবাদী তাঁরা। তিনি বলেন, ‘আমি মনে করি যে আমাদের দল ভালো একটা অবস্থায় আছে এবং আমরা যে অনুশীলন করছি, অবশ্য আমরা ইনশাআল্লাহ সামনে যে সিরিজ আছে অবশ্যই আমরা খুব ভালো করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link