ঘরোয়া ক্রিকেটে অনেকদিন ধরেই পরিচিত নাম মিজানুর রহমান। এবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রীতিমতো রানবন্যা করছেন। এর আগেই তিন বার ৬০ পার করা ইনিংস খেলেছেন। এবার চলতি লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন ব্রাদার্স ইউনিয়নের এই অধিনায়ক।
ঢাকা প্রিমিয়ার লিগ মূলত ওয়ানডে টুর্নামেন্টই হয়। ফলে সেঞ্চুরির অভাব হয় না। কিন্তু এবার ১০ রাউন্ড পার হয়ে যাওয়ার পরও সেঞ্চুরি দেখা যাচ্ছিলো না। কারণ, ফরম্যাটটা ২০ ওভারের। অবশেষে সেই খরাটা কাটালেন ইনফর্ম মিজানুর রহমান। আজ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে পেয়ে গেলেন এবার লিগের প্রথম ও নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
চলতি লিগে সেরা রান স্কোরারও এখন পর্যন্ত মিজানুর রহমান। আজকের এই ইনিংস খেলেই মাহমুদুল হাসান জয়কে টপকে গেছেন তিনি। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই ইনিংসে ৬৫ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ঠিক ১০০ রান করে অপরাজিত আছেন মিজান। ফলে এবার লিগে ১০ ম্যাচে এখন পর্যন্ত তার রান ৪১৮। ৩৬৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জয়। মিজান এবার লিগে এখন পর্যন্ত ৫২.২৫ গড় এবং ১৩৩.৯৭ স্ট্রাইকরেটে ব্যাট করছেন।
এবার লিগে এর আগে তিন বার ফিফটি পার করেছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৪, খেলাঘরের বিপক্ষে ৬৬ এবং শাইনপুকুরের বিপক্ষে অপরাজিত ৭৯ রান করেন তিনি।
আজও যথারীতি বিকেএসপিতে ইনিংস শুরু করতে নেমেছিলেন। জুনায়েদের বদলে মিজানের আজ সঙ্গী ছিলেন জসীমউদ্দিন। তিনি মাত্র ১ রান করে ফিরে যান। এরপর উইকেটরক্ষক জাহিদুজ্জামানকে নিয়ে ১২৪ রানের জুটি করেন মিজান। এই রান করার পথেই এবার লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে চারশ রান ছুয়ে ফেলেন তিনি।
চার-ছক্কায় মাতিয়ে রেখেছিলেন বিকেএসপি। সাকিলের এক ওভারে চারটি বাউন্ডারি মারেন। আর ওই ওভারেই ৩১ বলে ফিফটি করে ফেলেন। ওই সাকিলর ওভারেই সিঙ্গেল নিয়ে কাঙ্খিত সেঞ্চুরিতে পৌছে যান। আর ওই ওভারেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
নবম বাংলাদেলি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন মিজানুর রহমান। মিজানুরের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
এদের মধ্যে একের বেশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তামিম করেছেন তিনটি সেঞ্চুরি। যেখানে একটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে, অন্য দুইটি ঘরোয়া ক্রিকেটে। নাজমুল শান্তর দুই সেঞ্চুরিই ঘরোয়া টি-টোয়েন্টিতে।