পাকিস্তানের হয়ে খেলবেন আমির, তবে…

ফিক্সিং কাণ্ডে দীর্ঘ সময় নিষিদ্ধ থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আমির। প্রায় অর্ধযুগ মাঠের বাইরে থাকলেও তাঁর ধার যে একটুও কমেনি তা বোঝা যাচ্ছিল আমিরের মাঠের পারফরম্যান্সেই।

গতি আর আগ্রাসনে রীতিমত প্রতিপক্ষ ব্যাটারদের জন্য আতঙ্ক হয়েই ছিলেন আমির। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আমির। তবে, নতুন করে ফেরার রাস্তা ‍খুলে গেছে তাঁর।

সেবার রমিজ রাজার অধীনে বোর্ড এবং ম্যানেজমেন্টের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ আনেন আমির। রমিজ রাজার বিদায়ের পর নাজাম শেঠির বোর্ড ক্ষমতা গ্রহণের পরেই আমিরকে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের অনুমতি দেয়া হয়। নাজাম শেঠি ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবার পরেই তাকে স্বাগত জানান আমির। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি নাজাম শেঠি জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফিরতে পারেন মোহাম্মদ আমির।

সাবেক বোর্ড সভাপতি রমিজ রাজার সাথে মোহাম্মদ আমিরের কোন্দলটা ছিল প্রকাশ্য। গণমাধ্যমে রমিজ বারবারই বলেছেন, ফিক্সিং কান্ডে জড়িত থাকা ক্রিকেটারদের কখনোই পাকিস্তানের জার্সি গায়ে খেলার কোনো অধিকার নেই।

Nazam-Shethi-Khela71-1

তবে রমিজের কথায় পুরোপুরি ভিন্ন মত নাজাম শেঠির। তিনি বলেন, ‘আমির আবারো পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে যদি সে অবসর ভাঙে। আমি সব সময়ই ফিক্সিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলাম। আমি মনে করি, কোনো অভিযুক্ত খেলোয়াড়কেই ছাড় দেয়া উচিত নয়। কিন্তু, একই সাথে একজন খেলোয়াড়ের শাস্তি ভোগ করার পর তাকে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দেয়া উচিত।’

সাবেক সভাপতি রমিজ রাজার বোর্ডের সমালোচনা করে শেঠি বলেন, ‘আমিরও মনে করে আগের বোর্ডের নির্বাচকরা এবং সভাপতি রমিজ রাজা তাঁর সাথে সঠিক আচরণ করেনি। রমিজ রাজা মনে করতেন যারাই ক্রিকেটে দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের কখনোই পাকিস্তানের হয়ে খেলতে দেয়া উচিত নয়। আমি এর সাথে একমত নই। যে শাস্তি ভোগ করে ফেলেছে তাকে পাকিস্তান জার্সিতে ফেরার সুযোগ দেয়া উচিত।’

সামনের এপ্রিলেই ৩১ বছরে পা দিচ্ছেন মোহাম্মদ আমির। বর্তমানে সিলেট স্ট্রাইকার্স এর হয়ে বিপিএলে খেলছেন তিনি। তাঁর ফেরার পথে বোর্ড কোনো বাঁধা হবে না বলেও জানান সভাপতি নাজাম শেঠি। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে আর ৫০ টি আন্তজার্তিক টি-টোয়েন্টি খেলেছেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link