ডি বক্সের ডানপাশে দাঁড়িয়ে বলটা পেতেই মোহামেদ সালাহর পায়ে যেন বিদ্যুৎ খেলে গেলো। বাড়তি কিছু করার চেষ্টাই করলেন না, স্রেফ বাম পায়ের আলতো শটে খুঁজে নিলেন গোলপোস্টের টপ কর্নার – বোর্নমাউথের গোলরক্ষক কেপা আরিজাবালাগা কেবল চেয়ে চেয়ে দেখেছিলেন, আর কি’বা করার ছিল তাঁর।
সালাহ আসলে প্রতিপক্ষকে কিছু করার সুযোগই দেন না, বিশেষ করে চলতি মৌসুমে যে অবিশ্বাস্য ধারাবাহিকতা তিনি দেখিয়ে চলছেন তাতে তাঁকে কিংবা তাঁর দলকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এইতো বোর্নমাউথের বিপক্ষেই জোড়া করলেন, সেই সাথে রেকর্ড বইয়ে ঝড় তুললেন।
এবারের প্রিমিয়ার লিগে মিশরীয় তারকার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে একুশে, ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবারের মত প্রিমিয়ার লিগের এক আসরে বিশের বেশি গোল করলেন তিনি। এমন কীর্তি তাঁর সমান বা বেশিবার করতে পেরেছেন কেবল চারজন। এর মধ্যে অ্যালান শিয়েরারের ক্ষেত্রে সংখ্যাটা সর্বোচ্চ সাত।
গুঞ্জন আছে অ্যানফিল্ডে সালাহ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে, নতুন চুক্তি না হলে ২০২৫ সালের জুনেই শেষ হবে বর্ণাঢ্য এই পথচলা। সেজন্যই বোধহয় তিনি এবার অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি ক্ষুধার্ত। বিদায়ের আগে নিজের সেরাটা উজাড় করে দিতে কার্পণ্য করছেন না একটুও। কখন, কোথায়, কার বিপক্ষে খেলছেন কোনকিছুই থাকে না তাঁর ভাবনায়; তিনি ছুটছেন কেবল সাফল্যের নেশায়।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড, এরই মধ্যে গোল করেছেন ২৪টা! অলরেডদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৪৪টা গোলের রেকর্ড আছে তাঁর। অনেক দূর মনে হতে পারে, তবে মৌসুমের আরো অনেক বাকি। তাই নতুন কোন রেকর্ডের সৃষ্টি হলে অবাক হওয়ার কারণ থাকবে না।
কেবল গোল নয়, সমান তালে অ্যাসিস্টও করে চলছেন আফ্রিকান কিং। ১৭টা অ্যাসিস্ট ইতোমধ্যে যোগ হয়েছে তাঁর ঝুলিতে, ক্যারিয়ারে কখনোই এক আসরে এতগুলো অ্যাসিস্ট করেননি তিনি। এখন প্রশ্ন, মোহামেদ সালাহ যদি এভাবে ছুটতে থাকেন তাহলে লিভারপুলকে থামানো আদৌ সম্ভব?