মোহাম্মদ আব্বাস ৮৫০ নট আউট

আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনার বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব ধারাবাহিকভাবেই প্রমাণ করে যাচ্ছেন মোহাম্মদ আব্বাস। প্রেসিডেন্টস ট্রফিতে ঘানি গ্লাসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের এই অভিজ্ঞ পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনার বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব ধারাবাহিকভাবেই প্রমাণ করে যাচ্ছেন মোহাম্মদ আব্বাস। প্রেসিডেন্টস ট্রফিতে ঘানি গ্লাসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের এই অভিজ্ঞ পেসার।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে খেলতে নেমে ম্যাচের প্রথম দুই দিনেই বোলিং আক্রমণের নেতৃত্ব দেন আব্বাস। ব্যাট করতে নেমে স্টেট ব্যাংক অব পাকিস্তান ২০২ রানে গুটিয়ে যায়। কিন্তু তারপরেই যেন বল হাতে ম্যাচে অগ্নি ঝরান আব্বাস। নতুন বল হাতে প্রথম ওভারেই সাবেক পাকিস্তান ওপেনার শারজিল খানকে বোল্ড করে শুরুটা করেন।

২২ ওভারে মাত্র ২৭ রান খরচায় শিকার করেন ৬টি উইকেট। এর মধ্যে ১১টি মেইডেন ওভার। এই বোলিং ফিগারেই স্পষ্ট হয়ে ওঠে তাঁর নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা। এটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৫৪তম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। ম্যাচ শুরুর আগে যেখানে তাঁর উইকেট সংখ্যা ছিল ৮৪৮, সেখান থেকেই এই পারফরম্যান্সে পেরুলেন ৮৫০ এর গণ্ডি।

পাকিস্তানের প্রথম শ্রেণির ইতিহাসে তাঁর চেয়ে বেশি উইকেট রয়েছে মাত্র চারজন পেসারের – ইমরান খান, ওয়াসিম আকরাম, সরফরাজ নওয়াজ ও ওয়াকার ইউনুসের। অর্থাৎ সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি প্রথম শ্রেণি ম্যাচের উইকেট আব্বাসের। এমনকি এতসব কিংবদন্তিদের ভীড়েও উইকেট প্রতি সবচেয়ে কম রান ব্যয় করার কীর্তি আব্বাসেরই।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২১০ ম্যাচে ৮৫৪ উইকেট, গড় মাত্র ২০.৩৩। এই পরিসংখ্যানই বলে দেয় বল হাতে কতটা ধারাবাহিক তিনি। ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন আব্বাস, যার শেষটি ছিল ২০২৫ সালের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্ট ক্রিকেটেও তাঁর বোলিং গড় ২৩.১৮, যা আন্তর্জাতিক মানের ধারাবাহিকতারই প্রমাণ।

জাতীয় দলে সুযোগ অনিশ্চিত হলেও ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ আব্বাস যেন এখনও নিঃশব্দে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন। সেই সুবাদেই নিজের নাম লেখাচ্ছেন ওয়াসিম আকরাম কিংবা ইমরান খানের মতো কিংবদন্তিদের পাশে।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link