একদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা কোভিড ১৯ টেস্টে তিনি পজিটিভ এসেছেন। নিজ উদ্যোগে এরপর প্রাইভেট হাসপাতাল থেকে টেস্ট করান মোহাম্মদ হাফিজ। এবার রিপোর্টে দেখা গেল তিনি ‘নেগেটিভ’।
পাকিস্তান ক্রিকেট বলেই এই ‘ভুতুড়ে’ ঘটনাকে খুব একটা আজব বলে মনে হওয়ার উপায় নেই। এক টুইটে খবরটা জানান মোহাম্মদ হাফিজ। লাহোরের এক ল্যাবে তিনি নিজের ও পুরো পরিবারের করোনা ভাইরাসের টেস্ট করান। সেখান থেকেই এসেছে ‘সুসংবাদ’।
হাফিজ লিখেছেন, ‘পিসিবির টেস্টে কোভিড ১৯ পজিটিভ আসার পর আমি দ্বিতীয় একটা মতামত আর নিজের মনের শান্তি জন্য আবারো টেস্ট করাই। সেখানে আমি ও আমার পরিবারের সবাই নেগেটিভ এসেছে। উপরওয়ালা আমাদের নিরাপদ রাখবেন আশা করি।’
পিসিবির প্রথম দফার টেস্টে তিন পাকিস্তানি ক্রিকেটারের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। দ্বিতীয় দিন জানা যায়, আরো সাত জন আক্রান্ত। এদের মধ্যে বর্ষিয়ান অলরাউন্ডার হাফিজও ছিলেন।
আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে পাকিস্তান। তাই ইংল্যান্ডে যাবার আগে সকল খেলোয়াড় ও স্টাফদের জন্য দু’বার করোনা পরীক্ষার সিদ্বান্ত নেয় পিসিবি।
ইংল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজের জন্য একত্রে ২৯ সদস্যের দল ঘোষনা করে পিসিবি। খেলোয়াড়দের সাথে ১৪ সদস্যের অফিসিয়ালরাও যাবে। লাহোরে সকল নিয়মকানুন শেষ করে চার্টার্ড ফ্লাইটে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তানের খেলোয়াড় ও অফিসিয়ালরা।
ইংল্যান্ডে পৌছে দু’সপ্তাহ কোয়াইরেন্টাইনে থাকবে পুরো দল। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পৃথক-পৃথক গ্রুপে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। কোয়াইরেন্টাইন শেষে টেস্ট সিরিজের জন্য পুরোদমে অনুশীলন করবে বাবর-আজহারের দল।