ডাক লজ্জার বাংলাদেশি চূড়া

সব রেকর্ড গর্বের নয়। কিছু  রেকর্ড কষ্টেরও হয়। সবচেয়ে বেশি শূন্য রানে ফেরত যাওয়ার তালিকাটা হল তেমনই এক আক্ষেপের রেকর্ড।

সব রেকর্ড গর্বের নয়। কিছু  রেকর্ড কষ্টেরও হয়। সবচেয়ে বেশি শূন্য রানে ফেরত যাওয়ার তালিকাটা হল তেমনই এক আক্ষেপের রেকর্ড।

আক্ষেপের খাতায় টি-টোয়েন্টিতেতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে উপরের নামটা হল সাকিব আল হাসানের। ৩২ বার ডাক মারেন তিনি! বিস্ময়কর হলেও এটাই সত্য। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দুই ম্যাচে ডাক মেরে তিনি ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন।

নিচেই আছেন সৌম্য সরকার — ৩১ বার ডাক মারেন তিনি। সাকিব এই সৌম্যকেই ছাড়িয়ে ডাকের সিংহাসনে বসেছেন। এক ম্যাচে স্ট্রোক প্লে, পরের ম্যাচেই ড্রেসিংরুমের দিকে শুরুতেই হতাশ হয়ে হেটে চলা! সৌন্দর্য আছে, স্থায়িত্ব নেই — এই এক সমস্যায় সৌম্যর ক্যারিয়ার হাবুডুবু খাচ্ছে সব সময়।

ইমরুল কায়েস, তামিম ইকবার, মুশফিকুর রহমান — তাঁরাও আছেন এই তালিকায়। টি-টোয়েন্টিতে যথাক্রমে ২২, ২০ ও ১৯ টি করে ডাক মেরেছেন তাঁরা। এর মধ্যে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত। ফলে, তাঁদের এই তালিকায় স্থান পাওয়াটা খুবই দৃষ্টিকটু।

Share via
Copy link