ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কাড়ি কাড়ি টাকার ছড়াছড়ি। তারকা ক্রিকেটারদের পিছনে দু’হাতে টাকা ঢালতে রাজি ফ্রাঞ্চাইজিগুলো, ২০২৫ সালের আসরেও সেটার ব্যতিক্রম হয়নি। রেকর্ড মূল্যে দল পেয়েছেন অনেক তারকা, খেলা-৭১ তাই তৈরি করে ফেলেছে আইপিএল ২০২৫ এর সবচেয়ে দামী একাদশ।
- জশ বাটলার (১৫.৭৫ কোটি রুপি)
সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জশ বাটলার। উইকেটে থাকলে তিনি কি করতে পারেন সেটা সবারি জানা আছে। গুজরাট টাইটান্স তাই সুযোগ হাতছাড়া করেনি, চড়া মূল্যে দলে ভিড়িয়েছে তাঁকে। আর তাতেই বিধ্বংসী ওপেনারের পাশাপাশি উইকেটরক্ষকও পেয়ে গেলো দলটা।
- লোকেশ রাহুল (১৪ কোটি রুপি)
লখনৌ সুপার জায়ান্টসকে বিদায় বলা শাপে বর হয়ে এসেছে লোকেশ রাহুলের জন্য। দিল্লি ক্যাপিটালস তাঁকে ১৪ কোটি রুপিতে নিজেদের করে নিয়েছে। উইকেটের এক প্রান্ত আগলে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে তাঁর।
- শ্রেয়াস আইয়ার (২৬.৭৫ কোটি রুপি)
এবারের আইপিএলে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্সকে গত আসরে চ্যাম্পিয়ন করার পরও দলটা তাঁকে ছেড়ে দিয়েছিল। সেই সুযোগে রেকর্ড ২৬.৭৫ কোটি রুপিতে তাঁকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। নান্দনিক সব শট আর বিধ্বংসী ব্যাটিং স্টাইলে পাঞ্জাবের জার্সি মাতিয়ে তোলার অপেক্ষায় আছেন তিনি।
- ঈশান কিষাণ (১১.২৫ কোটি রুপি)
হঠাৎ করেই ঈশান কিষাণের ভাগ্যে অন্ধকার নেমে এসেছে, জাতীয় দল থেকে তিনি এখন বহুদূরে। কিন্তু আইপিএলের জন্য সেটা প্রযোজ্য নয়, মারকুটে এই ব্যাটারের পিছনে ১১.২৫ কোটি রুপি খরচ করতে তাই দ্বিধা হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের।
- ঋষাভ পান্ত (২৭ কোটি রুপি)
শ্রেয়াস আইয়ার রেকর্ড গড়ার খানিকক্ষণ পরেই নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ঋষাভ পান্ত। ব্যতিক্রমী সব স্ট্রোক আর ম্যাচ পরিস্থিতি বদলে দেয়ার অতুলনীয় দক্ষতা রয়েছে তাঁর ঝুলিতে। সেজন্যই লখনৌ সুপার জায়ান্টস ভরসা করেছে তাঁর ওপর, এবার প্রতিদান দেয়ার পালা।
- ভেঙ্কাটেশ আইয়ার (২৩.৭৫ কোটি রুপি)
কলকাতার শিরোপা জেতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভেঙ্কাটেশ আইয়ারের। তবে তাঁকে রিটেইন না করে নিলামের মঞ্চ থেকে কিনতে হয়েছে কলকাতাকে৷ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণের জন্য অবশ্য অঙ্কটা খুব একটা বেশি মনে হবে না।
- মার্কাস স্টয়নিস (১১ কোটি রুপি)
পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস যেকোনো দলের জন্যই সম্পদ। ব্যাট হাতে পুরোদস্তুর ফিনিশার তিনি, আবার বল হাতেও ব্রেক থ্রু এনে দিতে জুড়ি নেই তাঁর। প্রীতি জিনতার পাঞ্জাব তাই ১১ কোটি রুপি খরচ করেছে এই অজি তারকার জন্য।
- জোফ্রা আর্চার (১২.৫০ কোটি রুপি)
জোফ্রা আর্চারের গতির ঝড় তোলার অপেক্ষায় আছে আইপিএল। ইনজুরি তাঁকে অনেকটা আড়াল করে দিলেও তাঁর সামর্থ্য নিয়ে সংশয় নেই। এখন দেখার বিষয়, রাজস্থান রয়্যালসের তাঁর জন্য খরচ করাটা ফলপ্রসূ হয় কি না।
- ট্রেন্ট বোল্ট (১২.৫০ কোটি রুপি)
জোফ্রা আর্চার যদি হন ভয়ানক, তাহলে ট্রেন্ট বোল্ট মায়াবী। নতুন বলে মোহনীয় সুইংয়ে কতবার যে প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন তিনি সেটার হিসেব নেই। তাই তো মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে তাঁকে, জাসপ্রিত বুমরাহর সঙ্গে তাঁর জুটির কথা ভেবে নির্ঘাত ব্যাটাররা ভয় পেতে শুরু করেছেন।
- যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি রুপি)
আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার বলা যায় যুজবেন্দ্র চাহালকে। মাঝের ওভারে উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত তিনি, এমনকি ডেথেও তাঁর ওপর বাজি ধরতে পারেন দলপতি। সেজন্যই পাঞ্জাব ১৮ কোটি রুপির বিনিময়ে ভরসা রেখেছে এই লেগির ওপর।
- আর্শদীপ সিং (১৮ কোটি রুপি)
বাঁ-হাতি পেসার মানেই ভারতীয় ব্যাটারদের জন্য আতঙ্ক। তাই আর্শদীপ সিংয়ের গুরুত্বটা একটু বেশিই। মেগা নিলামে সর্বাধিক খরচ করা পাঞ্জাব আরো একবার বড় অঙ্কের অর্থ খসিয়েছে তাঁকে দলে নেয়ার জন্য।