ফাইনালের কান্না

আইসিসির সবচেয়ে পুরনো আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম দুই আসরেই শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা প্রায় সবারই জানা। তবে সেই দুই আসরে কারা রানার্স আপ হয়েছিল সেটা খুব কম লোকই মনে রেখেছে। যদিও বিশ্বকাপের ফাইনাল খেলা সহজ কোন কাজ নয়। তবুও চ্যাম্পিয়নদের গর্ব, মর্যাদা তো সবকিছুর ঊর্ধ্বে।

ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও আইসিসির আরো বেশ কিছু টুর্নামেন্ট আছে। তাঁর সর্বশেষ সংযোজন হিসেবে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে আইসিসির ফাইনালে সবচেয়ে বেশিবার ম্যাচ হেরেছে এমন দলগুলোকে খুঁজে বের করেছে খেলা ৭১।

  • ইংল্যান্ড

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলগুলো একটি ইংল্যান্ড। তবে আইসিসি ট্রফি জেতার ভাগ্যটা খুব একটা ভালো না ইংল্যান্ডের। এখন পর্যন্ত মাত্র দুটি আইসিসি ট্রফির শিরোপা জিতেছে দলটি। ২০১০ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে তাঁরা।

এরপর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। তবে ফাইনালে হারার স্মৃতি অনেক রয়েছে ইংল্যান্ডের। এখন পর্যন্ত আইসিসি ট্রফির ফাইনালে সবচেয়ে বেশিবার বার হারা দলটির নাম ইংল্যান্ড। দেশটি মোট ৬টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হেরেছে।

  • ভারত

ক্রিকেট দুনিয়ার আরেক পরাশক্তির নাম ভারত। এখন পর্যন্ত দুটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতেছে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ট্রফি ভাগ্যটা খুব একটা ভালো যাচ্ছে না।

বিরাট কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হেরেছে ভারত। ফলে সবমিলিয়ে ভারতের আইসিসি ট্রফির ফাইনালে হারার সংখ্যাটাও একেবারে কম না। এখন পর্যন্ত মোট ৫টি আইসিসি আসরের ফাইনাল হেরেছে ভারত।

  • শ্রীলঙ্কা

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ভালো সময় যাচ্ছে না শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার সেই সোনালি অতীত যেন হারিয়েই গেল। যদিও গতবছর তরুণ ক্রিকেটারদের নিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে চেনা রূপে ফিরে আসার লড়াই শুরু করেছে শ্রীলঙ্কা।

তবে কয়েক বছর আগেও শ্রীলঙ্কা ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দল। ২০১১ বিশ্বকাপেও ভারতের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। এছাড়া সব মিলিয়ে মোট ৪টি আইসিসির ফাইনালে হেরেছে দেশটি।

  • অস্ট্রেলিয়া

আইসিসি ট্রফিতে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দলগুলোর একটি। আইসিসির সব ট্রফিই জয়ের রেকর্ড আছে এই দেশটির। সবচেয়ে বেশি ৫ বার আইসিসি টুর্নামেন্ট জিতেছে তারা।

তবে ফাইনালে হারের এই তালিকাতেও আছেন অস্ট্রেলিয়া। তবে আইসিসি ট্রফিতে তিনটা ফাইনালও হেরেছে অজিরা। প্রথম ওয়ানডে বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল অস্ট্রেলিয়া।

  • ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ইতিহাসের প্রথম দুই ওয়ানডে বিশ্বকাপই জিতেছিল ক্যারিবীয়রা। সেই সময় বিশ্বের সেরা দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এখন আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা সুখকর অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিপক্ষে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুইবার ফাইনালে হেরেছে দেশটি। সব মিলিয়ে তিনটি আইসিসি ফাইনাল হারের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link