সূর্য ডোবার আগে…

আধুনিক ক্রিকেটে ছয়-সাত নম্বর পজিশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ১১ জন ব্যাটসম্যান থেকেই রান আশা করে দলগুলো। তবে ছয়-সাতে ব্যাট করাটা এখন এতটাই গুরুত্বপূর্ণ যে দলগুলো এই পজিশনের জন্য স্পেশালিস্ট ব্যাটসম্যান তৈরি করে। তবে আধুনিক ক্রিকেটে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দলের অলরাউন্ডাররা এই কাজটি করে থাকেন। এই পজিশনে তাঁদের ব্যাট থেকে আসা ২০-৩০ টা রানই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আবার অনেল সময় টপ ও মিডল অর্ডার ব্যর্থ হলে তাঁদেরই হাল ধরতে হয়।

ফলে কঠিন এই পজিশনে নিয়মিত রান করাটা বেশ কঠিন। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে এই কঠিন কাজটাকে কয়েকজন ডালভাতে পরিণত করেছেন। ছয় নম্বর কিংবা তাঁর নিচে ব্যাট করে সবচেয়ে বেশি রান করাদের নিয়ে এই তালিকা।

  • ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। বাঁ-হাতি এই স্পিনার বল হাতেও ছিলেন দারুণ কার্যকর। এছাড়া লোয়ার অর্ডারেও ব্যাট হাতে নিয়মিত রান করে গিয়েছেন দলের হয়ে। ছয় কিংবা তাঁর নিচে আন্তর্জাতিক ক্রিকেট তিনি পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার। ছয় বা তাঁর নিচে নিউজিল্যান্ডের হয়ে এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ৬৬৩৫ রান। এই পজিশনে তাঁর ব্যাটিং গড় ২৩.৮৬। এছাড়াও তাঁর ঝুলিতে আছে ৬ টি সেঞ্চুরি ও ২৬ টি হাফ সেঞ্চুরি।

  • শন পোলক (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারও লোয়ার অর্ডারে রানের ফুলঝুড়ি খুলে বসেছিলেন। বল হাতে দারুণ এই সাবেক অধিনায়ক ব্যাট হাতেও ছিলেন ভরসার জায়গা। ছয় কিংবা তাঁর নিচে এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ৭০২৭ আন্তর্জাতিক রান। তাঁর ব্যাটিং গড় ছিল ২৮.৭৯। এছাড়া এই ব্যাটারের ঝুলিতে আছে তিন টি সেঞ্চুরি ও ২৮ টি হাফ সেঞ্চুরি।

  • কপিল দেব (ভারত)

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডারও কপিল দেবও আছেন এই তালিকায়। ভারতের সাবেক এই অধিনায়ক দেশটিকে প্রথমবারের মত বিশ্বকাপও এনে দিয়েছিলেন। কিংবদন্তি এই ক্রিকেটার ছয় কিংবা তাঁর নিচে ব্যাট করতে নেমে ২৮.৬৪ গড়ে করেছেন ৮১০৭ আন্তর্জাতিক রান। তাঁর ঝুলিতে আছে ৯ টি সেঞ্চুরি ও ৩৮ টি হাফ সেঞ্চুরি। ১৯৮৩ বিশ্বকাপে ১৭৫ রানের অবিস্মরনীয় একটি ইনিংসও খেলেছিলেন তিনি।

  • মার্ক বাউচার (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা তো বটেই বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা উইকেটরক্ষকদের একজন মার্ক বাউচার। ছয় কিংবা তাঁর নিচে নেমে বিশ্বক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক প্রোটিয়া এই ব্যাটসম্যান। ২৯.৩৬ গড়ে তাঁর ঝুলিতে আছে  ৯৩৬৫ রান। এছাড়া ৫ টি সেঞ্চুরির পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ৫৫ টি হাফ সেঞ্চুরি।

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসেবেও তিনি বিশ্বক্রিকেটের অন্যতম সেরা। সবচেয়ে বড় কথা ক্রিকেটে ইতিহাসে ফিনিশার হিসেবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ব্যাটসম্যান। লোয়ার অর্ডারে দলের যখন যা প্রয়োজন তাই এসেছে ধোনির ব্যাট থেকে। ছয় কিংবা তাঁর নিচে এই ব্যাটসম্যান রান করেছেন ৪১.৬৯ গড়ে। তাঁর ঝুলিতে আছে ৯ টি সেঞ্চুরি ও ৬৯ টি হাফ সেঞ্চুরি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link