লক্ষ্যভেদী স্প্যানিশ আর্মাডা

ডি-বক্সের অর্ধবৃত্তের সামনে থেকে রক্ষণ চেড়া বল সেস ফ্যাব্রেগাসের। আর সেই বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোল আদায় করে নেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেই এক গোলেই সেবার জিতেছিল স্পেন। টান টান উত্তেজনার এক ফাইনাল। দুই দলের সামনেই সুযোগ প্রথমবারের মত শিরোপাটা ছুঁয়ে দেখার। ডাচদের চোখের সামনে থেকে শিরোপা ছো মেরে নিজেদের করে নেয় স্পেন।

ডি-বক্সের অর্ধবৃত্তের সামনে থেকে রক্ষণ চেড়া বল সেস ফ্যাব্রেগাসের। আর সেই বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোল আদায় করে নেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেই এক গোলেই সেবার জিতেছিল স্পেন।  টান টান উত্তেজনার এক ফাইনাল। দুই দলের সামনেই সুযোগ প্রথমবারের মত শিরোপাটা ছুঁয়ে দেখার। ডাচদের চোখের সামনে থেকে শিরোপা ছো মেরে নিজেদের করে নেয় স্পেন।

২০১০ আসরে প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালে উঠেই স্পেন বিশ্বকাপ জয় করে ফেলে। অষ্টম দেশ হিসেবে শিরোপা জয়ের সে গৌরব অর্জন করেছিল স্প্যানিশরা। আর আজকের আয়োজন বিশ্বকাপের মঞ্চে স্পেনের সর্বোচ্চ গোলদাতাদের নিয়ে।

  • ডেভিড ভিয়া

২০১০ বিশ্বকাপে স্পেনকে শিরোপা এনে দিতে যারা লড়াই করেছেন সামনে থেকে তাঁদেরই একজন ডেভিড ভিয়া। তিনি একাই যেন সেবার গোল করবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

সে আসরে সাত ম্যাচে তাঁর করা গোলের সংখ্যা পাঁচটি। এছাড়া তিনি বিশ্বকাপের মঞ্চে আরও চার খানা গোল করেছেন। ২০১৪ আসরে একগোল ও ২০০৬ আসরে তাঁর পা থেকে এসেছিল বাকি তিন গোল। তিনি আছেন এই তালিকায় সবার ওপরে।

  • স্ট্যানিস্লাউ বসোরা

স্পেনের হয়ে মাত্র একটি বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছিল স্ট্যানিস্লাউ বসোরার। ১৯৫০ সালে ব্রাজিলে হওয়া সে বিশ্বকাপের ফাইনাল রাউন্ডে একটি ম্যাচও জিততে পারেনি স্প্যানিশরা। কিন্তু ছয় ম্যাচে পাঁচ গোল করে ঠিকই আলোচনার জন্ম দিয়েছিলেন বসোরা।

এর মধ্যে ফাইনাল রাউন্ডে একটিমাত্র ড্রয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তিনি করেছিলেন দুই গোল। যদিও, ইতিহাসের পাতায় একদমই অপরিচিত এই ফুটবলার।

  • ফার্নান্দো মরিয়েন্তেস

দুইটি ভিন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন ফার্নান্দো মরিয়েন্তেস। ২০০২ ও ১৯৯৮ এর দুই বিশ্বকাপ খেলেছিলেন তিনি। ফান্সে হওয়া বিশ্বকাপে দুই ম্যাচ খেলেছিলেন।

সেখানে সফলতার হার শতভাগ। দুই ম্যাচেই দুই গোল তাঁর। এর পরের বিশ্বকাপ পাঁচ ম্যাচে তাঁর পা থেকে এসেছিল তিন গোল। দুই বিশ্বকাপে পাঁচ গোল তিনি করেছেন স্পেনের হয়ে।

  • এমিলিও বুত্রাগুয়েনো

নয় ম্যাচ খেলেছেন এমিলিও বুত্রাগুয়েনো স্পেনের হয়ে বিশ্বকাপের মহামঞ্চে। এই নয় ম্যাচে তিনি গোল করেছেন পাঁচটি। ১৯৮৬’র ম্যাক্সিকো বিশ্বকাপেই তিনি করেছিলেন সে পাঁচটি গোল।

পরের আসরের আয়োজন বসেছিল ইতালিতে। ইতালির মাটি যেন ছিল বড্ড বেশি অপয়া বুত্রাগুয়েনোর জন্যে। চার ম্যাচ খেলেও একটি বারের জন্যেও জালে বল জড়াতে পারেননি তিনি।

  • রাউল গঞ্জালেস

স্পেনের তারকা ফুটবলার হিসেবে জনপ্রিয়তায় খানিক উপরের দিকেই অবস্থান রাউলের। স্প্যানিশদের হয়ে তিনটি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। ক্লাব পর্যায়ে গোল করায় দারুণ পটু রাউলে বিশ্বকাপের মঞ্চে গোল সংখ্যা মোটে পাঁচটি। যার তিনটিই এসেছে ২০০২ বিশ্বকাপে। বাকি ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে যথাক্রমে তিন ও চার ম্যাচ খেলে তিনি একটি করে গোল করেছেন প্রতি আসরে।

ক্রমশ বিশ্ব ফুটবলে স্পেন পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। তাঁদের অ্যাকাডেমিগুলোতে বহু প্রতিভাবান খেলোয়াড়দের আনাগোনা। অদূর ভবিষ্যত যদি এই তালিকায় পরিবর্তনও এসে যায় তাহলে বোধ হয় খুব বেশি অবাক হওয়ার কিছু রইবে না। স্পেন সমর্থকরাও নিশ্চয়ই তেমনটা প্রত্যাশা করেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...