সাতের সেরা আট

টেস্ট ক্রিকেট মর্যাদার লড়াই, গৌরবের লড়াই। ক্রিকেটের মানদণ্ড হিসেবে টেস্ট ক্রিকেটকেই বিবেচনা করা হয়। পাঁচদিনের লড়াইয়ে কখনো বা ম্যাচ মীমাংসিত হয় কখনো বা অমীমাংসিত থাকে ফলাফল হয় ড্র। টেস্ট ক্রিকেটে সাত নম্বর পজিশনটা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয় হলে এই সাত নম্বরের ব্যাটসম্যানই বেশিরভাগ সময়ে ম্যাচের হাত ধরে। টেইলএন্ডারদের সাথে জুটি গড়ে অনেকক্ষেত্রেই ম্যাচ বাঁচিয়ে ফেলেন এই পজিশনে খেলা ব্যাটসম্যানরা।

তবে সবাই যে এই পজিশনে সেরাটা দিতে পেরেছেন তা কিন্তু নয়। কিন্তু কেউ কেউ আছেন যারা এই পজিশনে থেকে অনেক রান সংগ্রহ করেছেন নিজের নামের পাশে। আজ আমরা জানবো এমন আট ব্যাটসম্যানের কথা যারা সাত নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

  • কপিল দেব (ভারত): ২৮৬১ রান

সাবেক ভারতীয় অলরাউন্ডার কপিল দেব ভারতীয় ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে ঈর্ষনীয় অবদান রেখেছেন। ১৯৮৩ বিশ্বকাপে তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় পায় ভারত। ব্যাটিং এবং বোলিং দুটোতেই সমানভাবে পারদর্শী ছিলেন তিনি। টেস্টে সাত নম্বরে ব্যাটিং করে ৩১.১০ গড়ে ২৮৬১ রান করেছেন তিনি। এই পজিশনে ব্যাটিং করে ক্যারিয়ারে পাঁচটি সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।

  • অ্যালান নট (ইংল্যান্ড): ২৮৭০ রান

সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালান নট ১৯৬৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। মোট ৯৫টি টেস্টে তিনি ইংলিশদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ১৪৯ ইনিংসে ব্যাট করেছেন তিনি। নট মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতেন। সাত নম্বরে ব্যাটিং করে তিনি ২৮৭০ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪১।

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত): ২৮৭১ রান

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট বিশ্বের সেরা অধিনায়কের সাথে সাথে সেরা ফিনিশারদেরও একজন। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই টেইল এন্ডারদের সাথে ব্যাটিং করে দলকে একা হাতে জিতিয়েছেন অনেক ম্যাচ। সাত নম্বরে ব্যাট করে দুইটি সেঞ্চুরিও করেছেন তিনি। এই পজিশনে অ্যালান নট থেকে মাত্র এক রান বেশি করেছেন তিনি। এই পজিশনে তিনি ২৮৭১ রান করেছেন। সাত নম্বরে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান ধোনির।

  • মার্ক বাউচার (দক্ষিণ আফ্রিকা) ২৯৩৯ রান

সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার তার দুর্দান্ত উইকেটকিপিং দক্ষতার জন্যই বেশি পরিচিত। ব্যাটিংয়ে তিনি নিজেদেরকে সেরাদের কাতারে নিতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস তিনি উপহার দিয়েছেন। সাত নম্বরে ব্যাটিং করে ২৬.০১ গড়ে ২৯৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। তার পাঁচ টেস্ট সেঞ্চুরির একটি তিনি এই পজিশনে ব্যাট করে করেছেন।

  • রডনি মার্শ (অস্ট্রেলিয়া): ৩০০৯ রান

ক্রিকেটে অস্ট্রেলিয়া একমাত্র দেশ যেখানে সাত নম্বরে ব্যাট করা ব্যাটসম্যান ৩ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। যার মধ্যে রোড মার্শ একজন! ৭৩ বছর বয়সী মার্শ সাত নম্বরে ব্যাট করে ২৬.৩৯ গড়ে ৩০০৯ রান করেছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত নম্বরে ব্যাট করে ৩ হাজার রান সংগ্রাহক হলেন রোড মার্শ।

  • ব্র‍্যাড হাডিন (অস্ট্রেলিয়া): ৩০১০ রান

সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র‍্যাড হাডিন দীর্ঘদিন অজিদের হয়ে সাত নম্বরে ব্যাটিং করেছেন। সাত নম্বরে তিনি ৯২ ইনিংস ব্যাট করে ৩০১০ রান সংগ্রহ করেছেন। সাত নম্বরে ব্যাট করে চারটি সেঞ্চুরির মালিকও তিনি। ২০১০ এর দিকে অজিদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্র‍্যাড হাডিনের অবদান অনেক।

  • ইয়ান হিলি (অস্ট্রেলিয়া): ৩০৪১ রান

আরেক সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইয়ান হিলিও আছেন এই তালিকায়। ৫৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত অজিদের হয়ে টেস্ট খেলেছেন। ১১৯টি ম্যাচে অজিদের হয়ে খেলেছেন তিনি! সাত নম্বরে ১২১ ইনিংসে ব্যাট করে ২৭.৬৫ গড়ে ৩০৪১ রান সংগ্রহ করেছেন তিনি, যার মধ্যে আছে চার সেঞ্চুরি।

  • অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) ৩৯৪৮ রান

অ্যাডাম গিলক্রিস্ট পুরো ক্রিকেট দুনিয়ায় প্রমাণ করেছেন উইকেটরক্ষকরাও বড় রান করতে পারেন। সাত নম্বর ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শুরু করেন তিনি, পরবর্তীতে অবশ্য ওপেনার হিসেবেও সফল হন। ১০০টি ইনিংসে সাত নম্বরে ব্যাট করেছেন তিনি! এবং ৩৯৪৮ রান করেছেন যা এই পজিশনে সর্বোচ্চ রানের রেকর্ড। সেই সাথে মোট ১২টি সেঞ্চুরি করেছেন সাতে ব্যাট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link