যদি আইপিএল খেলতেন পাকিস্তানি ক্রিকেটাররা!

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল। বিশ্বের সেরা সব ক্রিকেটারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হয়ে উঠেছে জমাজমাট এবং বর্ণিল। কিন্তু ভারতের সাথে রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পাননি কোনো পাকিস্তানি ক্রিকেটার।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল। বিশ্বের সেরা সব ক্রিকেটারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হয়ে উঠেছে জমাজমাট এবং বর্ণিল। কিন্তু, ভারতের সাথে রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পাননি কোনো পাকিস্তানি ক্রিকেটার।

আসুন দেখে নেয়া যাক দশ পাকিস্তানি ক্রিকেটারকে যারা হতে পারতেন আইপিএলের প্রধান আকর্ষণ। 

  • বাবর আজম

পাকিস্তান তো বটেই বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন বাবর আজম। ক্ল্যাসিকাল ব্যাটার হলেও প্রয়োজনের মূহুর্তে রুদ্রমূর্তি ধারণ কর‍তে জানেন এই তারকা।

আইপিএল নিলামে নাম লেখালে নিশ্চিতভাবে সব দলই বাবরকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগতো। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস আছে বাবরের। 

  • মোহাম্মদ রিজওয়ান

টি টোয়েন্টিতে রিজওয়ানের ধারাবাহিকতা দেখে অনুমান করাই যায়, আইপিএল খেললে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকদের একজন হতেন তিনি। ২০২১ সালে ১৩ ফিফটিতে সবচেয়ে বেশি রান করেন তিনি।

ইনিংসের শুরুতে নেমে একপ্রান্ত আগলে রেখে দলকে ভালো সংগ্রহ এনে দিতে সিদ্ধহস্ত রিজওয়ান। বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আছেন এই ব্যাটার। 

  • আসিফ আলী

পাকিস্তান জাতীয় দলে ফিনিশার হিসেবে খেলে থাকেন আসিফ আলি। টি টোয়েন্টিতে বেশ কয়েকবারই ঝড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দিয়েছেন এই তারকা। তাঁর সামর্থ্য এবং ছক্কা হাঁকানোর দক্ষতার উপর বিবেচনা করে বলাই যায় আইপিএলে সব দলই দলে ভেড়াতে চাইতো আসিফকে। 

  • শাদাব খান

পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা তারকা শাদাব খান। দারুণ কার্যকরী লেগস্পিনের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলতে জানেন এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মতো স্পিনারদের উপর ভরসা করা দলগুলো নিশ্চিতভাবেই দলে ভেড়াতে চাইতো তাঁকে।

  • মোহাম্মদ আমির

ক্রিকেট বোর্ডের উপর দল নির্বাচনে অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ এনে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন পাকিস্থানি পেসার মোহাম্মদ আমির। তবে জাতীয় দলে নিজের ছোট ক্যারিয়ারেই জানান দিয়েছেন নিজের সামর্থ্যের।

দূর্দান্ত, সুইংয়ের পাশাপাশি দুধর্ষ সব ইয়র্কার দিতে পটু এই তারকা। বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি টি টোয়েন্টির নিয়মিত মুখ আমির আইপিএলের প্রধান তারকাদের একজন হতে পারতেন। 

  • ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজও আইপিএলের অন্যতম আকর্ষণ হওয়ার সামর্থ্য রাখেন। দুর্দান্ত গতি এবং সুইং তাঁর বোলিংয়ের প্রধান অস্ত্র। ২০২০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন এই তারকা। 

  • শাহীন শাহ আফ্রিদি

বর্তমানে বিশ্বের সেরা পেসারদের একজন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। এই বাঁহাতি পেসার প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। আইপিএল খেললে নিশ্চিতভাবেই একজন সুপারস্টারে পরিণত হতেন শাহীন। 

  • নাসিম শাহ

পাকিস্তানের নতুন দিনের তারকাদের একজন পেসার নাসিম শাহ। বিগত টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে শাহীন আফ্রিদির অনুপস্থিতিতে জাতীয় দলের মূল বোলার ছিলেন এই তরুণ। জাতীয় দলে অভিষেকের পর থেকেই তাঁর পারফরম্যান্সে উন্নতির গ্রাফটা ঊর্ধবমুখী। 

  • হারিস রউফ

বিশ্বজুড়ে টি টোয়েন্টি ফ্যাঞ্চাইজি লিগগুলোর নিয়মিত মুখ পাকিস্তানি পেসার হারিস রউফ। বিবিএল, সিপিএল, বিপিএল, পিএসএল সহ প্রথম সারির সকল টুর্নামেন্টের নিয়মিত মুখ হারিস।

নিয়মিত ১৪০ কিমির বেশি গতিতে বোলিংয়ের পাশাপাশি ডেথ ওভারে ইয়র্কার দিতে পটু এই তারকা। তাঁর এই দক্ষতার কারণেই আইপিএল দলগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতেন এই পেসার। 

  • ইয়াসির শাহ

পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহও হতে পারতেন আইপিএলের মূল তারকাদের একজন। টেস্টে ২৪৪ উইকেটের পাশাপাশি ওডিয়াইতে ২৪ উইকেট শিকার করেন এই তারকা।  

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...