অধিনায়ক হিসেবে ‘চূড়ান্ত’ ব্যর্থ হার্দিক

একজন অযোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করার জন্য যা করা প্রয়োজন তার সবই করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া।

একজন অযোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করার জন্য যা করা প্রয়োজন তার সবই করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। হোক সেটা ইচ্ছকৃত অথবা অনিচ্ছাকৃত। তবে তা স্পষ্ট যে তিনি পদে পদে ভুল করে যাচ্ছেন। আর তার মাশুল বারবার গুণতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সেকে। তাই তো এবার প্রকাশ্যে সমালোচনা করলেন তাঁরই সতীর্থ তিলক ভার্মা।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১০ রানের হারের পর অনেকেই এই পরাজয়কে অপ্রয়োজনীয় বলে মনে করছেন। তিলকের অভিযোগের তীর ছোড়া হয়েছে অধিনায়ক হার্দিকের দিকে। কেননা, দিল্লীর অক্ষর প্যাটেলকে নিয়ে বেশ উদাসীনই ছিলেন হার্দিক।

হারের পর হার্দিক গণমাধ্যমকে জানায়, ‘বাঁ-হাতি অক্ষরের বলে আরো কিছু রান করতে পারলে ভাল হত। ম্যাচে গেম অ্যাওয়ারনেসের কিছুটা ঘাটতি ছিল। তাই ম্যাচটি আমাদের হারতে হয়েছে।’

অক্ষরের বলে তিলক ১৪ রান নিয়েছেন। অথচ, অক্ষর যখন বল করেন তখন হার্দিক ২২ গজে সুরিয়াকুমার যাদবের সাথে ব্যাট করছিলেন। দলের সংগ্রহ তখন ৬৫ রান।

অক্ষরকের প্রথম চার বলে চার রান করেন তিলক। কিন্তু যখনই ক্রিজে তিনি সেট হয়ে যান, তখন থেকেই রানের চাকা ঘুরতে শুরু করে। অক্ষরের বলে এক চার এবং এক ছক্কা মারেন তিনি। আর তার পরে দিল্লীর অধিনায়ক ঋষভ পান্ত তাঁকে সরিয়ে নিতে বাধ্য হন।

স্পষ্টতই এখানে তিলকের অভিযোগের তীর অধিনায়ক পান্ডিয়ার দিকেই। তিলক নিজে পারলেও, পান্ডিয়া তেমন রান তুলতে পারেননি অক্ষরের বোলিংয়ের বিপক্ষে।

তাছাড়া হার্দিকের করা ২ ওভারে বিনা উইকেটে ৪১ রান খরচ করাও দলের হারের অন্যতম কারণ। আবার ফর্মে থাকা একজন ইন ফর্ম ব্যাটার টিম ডেভিডকে ৭ নাম্বারে ব্যাটিং করানোর সিদ্ধান্তও বেশ প্রশ্নবিদ্ধ।

হার্দিক কখনো নিজে করছেন ম্যাচের প্রথম ওভার, কখনো বাঁ পরিবর্তন করছেন নিজের ব্যাটিং পজিশন, ফিল্ডিং সাজাতেও করছেন এলোমেলো। অর্থাৎ পদে পদে ভুল করেই যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। আর তার মাশুল হিসেবে পয়েন্টস টেবিলের তলানিতে ঠাই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...