টি-টোয়েন্টি ট্রফির সম্রাট ধোনি

টি টোয়েন্টিতে শিরোপা জেতাকে একপ্রকার অভ্যাসই বানিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ফ্যাঞ্চাইজি কিংবা জাতীয় দল, উভয় জার্সিতেই দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন সম্ভাব্য সকল ট্রফি। আসুন দেখে নেয়া যাক টি টোয়েন্টিতে অধিনায়ক ধোনির নয় শিরোপার গল্প।

  • টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৭

২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে অপেক্ষাকৃত তরুণ এক ভারতীয় দল নিয়েই খেলতে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এতেই বাজিমাত! ইউসুফ পাঠান রোহিত শর্মা, জোগিন্দর শর্মারা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলেন ধোনির অধীনে।

ফাইনালে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেই খেলেছিলেন ধোনিরা। কিন্তু মিসবাহ উল হক একাই ম্যাচ বের করে নেবার চেষ্টা করলেও শেষ ওভারে পাগলাটে এক স্কুপে কপাল পোড়ে দলটির। পাঁচ রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পান মহেন্দ্র সিং ধোনি।

  • আইপিএল, ২০১০

আইপিএলের তৃতীয় আসরে এসে প্রথমবারের মতো শিরোপার দেখা পেয়েছিল চেন্নাই সুপার কিংস। ফাইনালে চিরপ্রতিদ্বন্দী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ২২ রানে।

টপ অর্ডারে সুরেশ রায়নার হাফসেঞ্চুরি এবং শেষদিকে ধোনি-মরকেলের ক্যামিওতে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ পায় চেন্নাই। জবাব দিতে নেমে কখনোই ম্যাচ জেতার কক্ষপথে ছিল না শচীন টেন্ডুলকারের মুম্বাই।

  • চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি, ২০১০

২০১০ সালে রীতিমতো স্বপ্নের মতো এক বছর কাটিয়েছিল চেন্নাই সুপার কিংস। দক্ষিণ আফ্রিকান দল ওয়ারিহর্সকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ধোনিরা জিতে নেন চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির শিরোপাও।

ওয়ারিহর্সের দেয়া ১৩২ রানের লক্ষ্য পেরোতে কোনো অসুবিধাই হয়নি ধোনির দলের। দুই ওপেনার মাইক হাসি এবং মুরালি বিজয়ের হাফ সেঞ্চুরিতে এক ওভার আগেই ম্যাচ জিতে নেয় দলটি।

  • আইপিএল, ২০১১

আইপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার রেকর্ড গড়ে ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনালে সেদিন কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শুরুতে ব্যাট করতে নেমে মুরালি বিজয়ের ৯৫ রানের সুবাদে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই। জবাব দিতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় ড্যানিয়েল ভেট্টোরি-বিরাট কোহলির ব্যাঙ্গালুরু।

  • চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি, ২০১৪ 

২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে চেন্নাই সুপার কিংস।

শুরুতে ব্যাট করতে নেমে ১৮০ রানের বড় লক্ষ্যই দাঁড় করিয়েছিলেন কলকাতা। কিন্তু সুরেশ রায়না এবং ধোনির ঝড়ো ব্যাটিংয়ের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই। তাঁদের ২৭ বলে ৫৮ রানের জুটিতে নয় বল আগেই ম্যাচ জিতে নেয় চেন্নাই।

  • এশিয়া কাপ, ২০১৬

২০১৬ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ধোনির নেতৃত্বাধীন ভারত। যদিও গোটা টুর্নামেন্টে দারুণ খেলা বাংলাদেশ ফাইনালে শক্ত লড়াই করতে পারেনি ভারতের বিপক্ষে।

বৃষ্টি বাঁধায় ১৫ ওভারে গড়ানো ম্যাচে ১২৩ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যেতে তেমন কষ্ট হয়নি তারকাবহুল ভারতের। শেষদিকে নেমে ৬ বলে ২০ রানের ঝড়ো এক ইনিংসে জয় নিশ্চিত করেন ধোনি।

  • আইপিএল, ২০১৮

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সেবারের মৌসুম দিয়েই আইপিএলে ফিরেছিল চেন্নাই সুপার কিংস। আর প্রত্যাবর্তনটা ধোনির নেতৃত্বে শিরোপা দিয়েই করেছিল দলটি।

শুরুতে ব্যাট করতে নেমে হায়দ্রবাদ ১৭৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। কিন্তু শেন ওয়াটসনের অনবদ্য সেঞ্চুরিতে নিজেদের তৃতীয় শিরোপা নিশ্চিত করতে সমস্যা হয়নি চেন্নাইয়ের।

  • আইপিএল, ২০২১

২০২১ আইপিএলে ফাইনালে দুবাইতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। শুরুতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় ব্যাট করতে নামার সুযোগ পাননি ধোনি।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই বোলারদের তোপে ২৭ রান দূরে থাকতে থামে কলকাতার ইনিংস।

  • আইপিএল, ২০২৩ 

আইপিএলের এবারের আসরটা বেশ আবেগী ছিল ধোনির জন্য। অবসরের গুঞ্জন আর হাঁটুর ইনজুরি নিয়েই গোটা মৌসুম মাঠে নামেন এই তারকা।

ফাইনালে খানিকটা চাপে থাকলেও শেষ দুই বলে টানা ছয় এবং চার হাঁকিয়ে চেন্নাইকে তাঁদের ইতিহাসের পঞ্চম আইপিএল শিরোপা এনে দেন রবীন্দ্র জাদেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link