মুশফিকুর রহিম এখন যেন হোম অব ক্রিকেটের অতিথি। আগের মতো ব্যস্ততা আর নেই, নিয়ম মেনে অনুশীলনে যাওয়ার তাড়া নেই। তবুও পরিশ্রমী মুশফিক এখনো ঘাম ঝরাচ্ছেন। দূর থেকে দাঁড়িয়ে টি-টোয়েন্টি দলের ফিটনেস ক্যাম্পের অনুশীলন দেখছেন।
বাংলাদেশ দলের নির্ভরতার জায়গা জুড়ে ছিলেন মুশফিক। এখনও আছেন, তবে শুধুই সাদা পোশাকে। যিনি একসময় মিরপুরের মাঠজুড়ে ছিলেন সবচেয়ে ব্যস্ত ক্রিকেটারদের একজন। আজ মাঠে তাঁকে দেখে মনে হলো, সময়ের চাকা কত দ্রুতই না ঘুরছে!
জাতীয় দলের ফিটনেস ক্যাম্প শুরু হলে মাঠের এক পাশে দাঁড়িয়ে কেবল দেখেই গেছেন সতীর্থদের ঘাম ঝরানো। সেসব দৃশ্য হয়তো তার মনেও নাড়া দিচ্ছে, আবারও ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।
তবে মুশফিকও তো কম যান না। আজও সবার আগেই মাঠে দেখা যায় তাঁকে। আগের মতোই তিনি পরিশ্রমী, আগের মতোই নিয়মনুবর্তী। শুধু পার্থক্য, এখন তাঁর সময়টা নিজের মতো করে সাজানো।
মাঠে কখনো দৌড়াতে দেখা যাচ্ছে তাঁকে, কখনো বা গ্রাউন্ডসম্যানদের সাথে কথোপকথনে ব্যস্ত। আবার উইকেটের কাছে গিয়ে হয়তো চোখ বুলিয়ে নিচ্ছেন, এই ২২ গজে দাঁড়িয়ে অর্জনের খেরোখাতায়।
ক্রিকেটে কিছু দৃশ্য মুছে যায় না সহজে। মুশফিকুর রহিমের এমন উপস্থিতি তারই একটি নমুনা। হয়তো তিনি জানেন, ক্রিকেট মাঠে সময় ফুরিয়ে যাচ্ছে, তবে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আজও অটুট।