রাওয়ালপিন্ডিতে দুশ্চিন্তার জন্ম দিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় আঘাত পেয়েছেন তিনি, স্বাভাবিকভাবেই এতে শঙ্কা জেগেছে দর্শকদের হৃদয়ে। সেই সাথে প্রশ্ন উঠেছে কতটা গুরুতর তাঁর চোট, চলতি টেস্টে চেনা রূপে দেখা যাবে তো তাঁকে?
ইনিংসের ৫৩তম ওভার, হাসান মাহমুদের বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে থাকা মুশফিক নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছিলেন বলটা থামিয়ে দেয়ার, সেজন্য ডাইভ দিয়েছিলেন সেখানে। এতেই কাঁধে আঘাত পান তিনি। দ্রুতই মাঠে ছুটে আসেন দলের ফিজিও, দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
দু:সংবাদ পাওয়া যায় মিনিটখানেক পরে, বোঝা যায় ফিল্ডিং চালিয়ে যাওয়ার মত অবস্থায় নেই এই অভিজ্ঞ ব্যাটার। ফিজিওকে সঙ্গী করেই মাঠ ছেড়ে যান তিনি, এসময় কাঁধ চেপে ধরে রাখতে দেখা যায় তাঁকে।
এখনি অবশ্য জানা যাচ্ছে না তাঁর শারিরীক অবস্থা; টিম ম্যানেজম্যান্টও কোন বার্তা দেয়নি এ ব্যাপারে। তবে গুরুতর কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না – বিশেষ করে কাঁধের মত সংবেদনশীল জায়গা হওয়ায় ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে তাঁকে ব্যাটিং করতে দেখা যাবে কি না তা নিয়ে একটু হলেও সংশয় রয়ে গিয়েছে।
পাকিস্তান সিরিজ শুরুর আগেও অবশ্য একবার আঙুলে আঘাত পেয়েছিলেন মুশফিক। নেট ব্যাট করার সময় চোট লেগেছিল তাঁর, সেজন্য বাংলাদেশ এ দলের হয়ে চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটও করেননি। তবে চোট থেকে ফিরেই জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি।
এবারও সেরকম কিছুই ঘটুক এমনটা প্রত্যাশা দেশের সব ক্রিকেটপ্রেমীদের। ইনজুরি শঙ্কা কাটিয়ে দ্রুততম সময়ে তাঁকে বাইশ গজে দেখতে চায় সবাই। যদিও প্রত্যাবর্তন নিয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।