ছন্দপতন নিয়ে মুস্তাফিজকে রোষানলে ফেলা সমীচীন নয়

এটিই চলতি বছরে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটের মুস্তাফিজের সর্বোচ্চ ব্যয়বহুল ম্যাচ। এছাড়া ২০২৫ সাল জুড়ে মুস্তাফিজ নিজের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন ভিন্ন ভিন্ন জার্সিতে।

এক দুর্বিষহ রাত কেটেছে মুস্তাফিজুর রহমানের। ৪৭ রান হজম করেছেন তিনি আইএলটি-টোয়েন্টিতে এক ম্যাচে। এটিই চলতি বছরে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটের মুস্তাফিজের সর্বোচ্চ ব্যয়বহুল ম্যাচ। এছাড়া ২০২৫ সাল জুড়ে মুস্তাফিজ নিজের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন ভিন্ন ভিন্ন জার্সিতে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট- সব মিলিয়ে মুস্তাফিজ ২০২৫ সালের টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোট ৩৭টি। ৩৭ ম্যাচের প্রতিটি ইনিংসে বল করেছেন মুস্তাফিজ। মোট ১৩৬ ওভার বল করেছেন বা-হাতি কাটার মাস্টার। এই সময়ে সর্বমোট ৯০৭ রান দিয়েছেন তিনি।

প্রায় প্রতিটা ম্যাচেই উইকেট বাগিয়েছেন তিনি। তার সর্বমোট উইকেট সংখ্যা ৪৭টি। তবে চমকপ্রদ বিষয়টি ছিল তার ইকোনমি রেট। সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে তার ইকোনমি রেট ছিল ৬.৬৬, অন্তত এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে অবধি। অথচ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইকোনমি রেট ৭.৪৩।

এখানেই বরং মুস্তাফিজুরের গোটা বছর ভাল কেটেছে, সেটা বলে দেওয়া যায় অনায়াসে। এমনকি খুব বেশি ম্যাচে তাকে বেধম প্রহারের শিকার হতেও হয়নি। ৪০ বা তার বেশি রান দিয়েছেন স্রেফ তিনটি ম্যাচে। তার খরচ করা রানের পরিমাণ ৩০ এর ঘর ছাড়িয়েছে ৮ ম্যাচে।

১১ রানে তিন উইকেট শিকারের দৃষ্টান্তও স্থাপন করেছেন। এমনকি পাকিস্তানের বিপক্ষে স্রেফ ছয় রানে বোলিং স্পেল শেষ করার মত অবাক করা দৃশ্য মঞ্চস্থ করেছেন দ্য কাটার মাস্টার। এমনকি বেশ কিছু ম্যাচে, তিনি মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিলেন চোখের পলকে।

অতএব একটা ম্যাচে একটু ছন্দপতন নিয়ে মুস্তাফিজকে সমালোচনার রোষানলে ফেলা মোটেও সমীচীন হবে না। ২০২৫ সালের ফর্মটা তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বয়ে নিয়ে যাবেন- সে প্রত্যাশা অন্তত সকল বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link