১৮তম ওভারে এক রান খরচায় তিন শিকার, মুস্তাফিজুর রহমান যেন ডেথ ওভারের ত্রাস। তাঁর ছোড়া স্লোয়ার, কাটার কিংবা কুইকার—যে কোনো ব্যাটারের দম বন্ধ করার কারিগর। আইপিএলে আগের দিনই দাম উঠেছে নয় কোটি ২০ লাখ রুপি, মুস্তাফিজ এই ম্যাচে মনে করালেন কলকাতা নাইট রাইডার্স কোনো ভুল করেনি।
পাওয়ার প্লেতে বল হাতে এসেছিলেন একবার। অবশ্য সেই ওভারে হজম করতে হয়েছে দুই চার। সবমিলিয়ে দিয়েছিলেন ১০ রান। এরপর দীর্ঘ এক বিরতি, ১৬তম ওভারের মাথায় নিজের দ্বিতীয় ওভার করতে আসলেন তিনি। সবকিছু নিয়মমাফিকই করলেন বটে, ব্যাটার পরাস্ত হলো, মুস্তাফিজের ক্যারিশমা চেয়ে চেয়ে দেখল। তবে শিকারি ফিজ সাত রান দিয়ে পেলেন না কোনো শিকার।

অগত্যা অপেক্ষা বাড়ল আরও একবার। উইকেটশূন্যই কি ফিরতে হবে তাঁকে? এমন শঙ্কা যখন ডালপালা মেলেছে, ফিজ এলেন কাটার দিয়ে কাটতে। ১৮তম ওভারের প্রথম বলে তুলে নিলেন রশিদ খানকে। তবে ওটা যে কেবল শুরু। তৃতীয় বলেই আরও এক শিকার, এবার টম ব্যান্টনকে দেখালেন সাজঘরের পথ। পঞ্চম বলটায় তো ছুড়লেন এক কুইকার, ব্যস—তাতেই কুপোকাত ব্যাটার। ওই ওভারে মুস্তাফিজ দিলেন মোটে এক রান, বিনিময়ে তুললেন তিনখানা উইকেট।
শেষ ওভারে আবারও ফিরলেন ফিজ, তবে ভাগ্যটা বোধহয় আগের ওভারেই সবটা দিয়ে দিয়েছিল তাঁকে। নইলে কি আর দুই পরপর দুই বলে দুই ক্যাচ ছুটে? শুধু নয়, ফিজকে ধোঁকা দিয়ে বল একবার পড়েছে নো ম্যানস ল্যান্ডেও। অগত্যা কিছুটা হতাশ হয়ে বোধহয় খেই হারিয়ে ফেললেন ফিজ। শেষ পর্যন্ত ওই ওভারে দিলেন ১৬ রান। ভাগ্য সহায় হলে উইকেট পেতে পারতেন আরও কিছু।

শেষপর্যন্ত মুস্তাফিজের স্পেল দাঁড়ায় চার ওভারে ৩৪ রানের বিনিময়ে তিন উইকেট। ফিজ কেন এত স্পেশাল, সেটা দেখালেন আরও একবার। ডেথ ওভারে সৃষ্টি করলেন ত্রাস। আরও একবার দেখালেন নিজের মুন্সিয়ানা।
Share via:











