প্রথম দুই বলেই দুই উইকেট! ওমানের টপ অর্ডারে নেমে আসে ধ্বস। টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা দুর্দান্তভাবেই শুরু করলেন নামিবিয়ার বাঁ-হাতি পেস বোলার রুবেন ট্রাম্পলম্যান। ওপেনিং ব্যাটারদের দ্রুত হারিয়ে কাবু হয়ে যায় ওমানের টপ অর্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ওমান এবং নামিবিয়া। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান নামিবিয়ান অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। আর তাঁদের কাবু করার হাতিয়ার হিসেবে ট্রাম্পলম্যানের হাতে বল তুলে দেন তিনি।ট্রাম্পলম্যানও দেন আস্থার প্রতিদান। প্রথম দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বেসামাল করে দেয় ওমানের টপ অর্ডার।
প্রথম বলে কাশ্যপ প্রজাপতিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই বাঁ-হাতি। দ্বিতীয় বল যেন প্রথম বলেরই প্রতিফলন। দ্বিতীয় বলে একইভাবে ফাঁদে ফেলেন ওমানের উইকেটরক্ষক নাসিম খুশিকে। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে বিপাকে পড়ে যায় ওমান। সেই ওভারে তিনি খরচ করেন মাত্র ৩ রান।
তবে তৃতীয় ওভারে আবারও আঘাত হানে ট্রাম্পলম্যান। এবার তাঁর শিকার ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। ট্রাম্পলম্যানের বলে ক্যাচ তুলে দেন ইরাসমাসের হাতে। আর এ সুবর্ণ সুযোগ লুফে নিতে কোনো ভুল করেননি নামিবিয়ার দলপতি। আর দ্বিতীয় ওভারে খরচ করেন ৪ রান।
ধারাবাহিক সাফল্যের জন্য ইরাসমাস আবারও বোলিংয়ে নিয়ে আসেন এই বাঁ-হাতিকে। নিজের তৃতীয় ওভারে কোনো উইকেটের দেখা পাননি তিনি। বরং ১০ রান খরচ করেন সেই ওভারে।
নিজের চতুর্থ ওভারে এসেও নিজের অস্তিত্বের প্রমাণ রাখলেন ট্রাম্পলম্যান। আবারও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ওমানের কালিমুল্লাহকে। শেষ ওভারে তিনি খরচ করেন ৪ রান।
অর্থাৎ ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রান দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট। যেখানে তাঁর ইকনোমি রেট ছিল মাত্র ৫ এর কিছু বেশি। শেষ বেলায় ডেভিড উইজির বলে লুফে নেন একটা ক্যাচও।
মোট ৪ উইকেট নিয়ে রুবেন ট্রাম্পলম্যান যেন নামিয়ার ট্রাম্পকার্ড হিসেবেই কাজে আসলেন পুরো ম্যাচ জুড়ে। তাই আগামী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন নামিবিয়ার এই বাঁ-হাতি।