আসন্ন টি-টোয়েন্ট বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভবনা তৈরে করেও হেরে গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বোলাররা মোটামুটি ভালো করলেও ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। তবে এসব নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি মনে করেন প্রস্তুতি ম্যাচে নিজেদের তৈরি করাটাই আসল কাজ।
গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শ্রীলঙ্কাকে মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল সহজ জয়ই পাবে বাংলাদেশ। কিন্তু এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাংলাদেশের বোলাররা।
আভিশকা ফার্নান্দোর হাফ সেঞ্চুরিতে আর কোন উইকেট না হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কা। প্রায় জেতা ম্যাচে এমন ভাবে হারের পরেও এটা নিয়ে চিন্তিত নন নান্নু। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু জানিয়েছেন পরিকল্পনা বাস্তবায়ন করে সফল হওয়াটই আসল।
নান্নু বলেন, ‘গতকাল আমরা শ্রীলঙ্কার সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রস্তুতি ম্যাচ নিয়ে আসলে চিন্তার এত কারণ নেই। সকাল থেকে অনেকেই প্রশ্ন করছে প্রস্তুতি ম্যাচটা হেরে গিয়েছি কেনো। প্রস্তুতি ম্যাচটা হলো নিজকে তৈরি করার জন্য, বিশ্বকাপে আমরা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি এটাতে কী ভাবে সফল হবো সেটার জন্য।’
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সর্বশেষ খেলেছে ২০১৮ সালে এশিয়া কাপে। এরপর সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউ সেখানে ম্যাচ খেলার সুযোগ পাননি। নান্নু মনে করেন প্রস্তুতি ম্যাচ খেলে সবাই নিজেদের তৈরি করার জন্য একটা সময় পাচ্ছে। প্রধান নির্বাচক আশাবাদী ১৫ তারিখের ভিতর সবাই নিজেদের প্রস্তুত করে ফেলবে।
নান্নু বলেন, ওমানের কন্ডিশন এবং আবুধাবির কন্ডিশন মোটামুটি কাছাকাছি আছে। ঐ ধরণের কন্ডিশনে কিন্তু আমাদের ছেলেরা খেলেনি। সর্বশেষ এশিয়া কাপ খেলেছিলাম। তো সবাই নিজেদের পুরোপুরি তৈরি করার জন্য একটা সময় পাচ্ছে।
তিনি আরো বলেন, ‘১৫ তারিখের ভিতর আরো একটা প্রস্তুতি ম্যাচ খেলবো, আশা করি ১৫ তারিখের ভিতর সবাই নিজেদের তৈরি করে নিতে পারবে। আশা করছি বিশ্বকাপটা আমরা ভালো ভাবেই শুরু করতে পারবো। ওমানে যে তিনটা ম্যাচ আছে এই তিনটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারলেও ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যন্স করেছেন সৌম্য সরকার। ব্যাট হাতে দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করার পর সৌম্য বল হাতেও শিকার করেন দুই উইকেট। সৌম্যর ফরমে ফেরাটা স্বস্তি দিচ্ছে প্রধান নির্বাচককে। নান্নু জানিয়েছেন বাকি সবাইও ভালো করতে যথেষ্ট আত্মবিশ্বাসী।
তিনি বলেন, ‘ওমানে আমরা গিয়েছি সব খেলোয়াড়দের প্রস্তুত করতে। সৌম্য রান করেছে এটা আমাদের জন্য ভালো। ওখানে ১৫ জন গিয়েছে সবার পারফরম্যন্সই বিশ্লেষণ করা হচ্ছে। সবাইকে প্রস্তুত করা হচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে চাইবো ১৫ জনই ১৫ তারিখ থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে। এটা অনেক বড় একটা প্ল্যাটফরম, এখানে সেরা খেলাটা সেরা সময়েই দিতে হবে। আমাদের খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসী আছে। ইনশাআল্লাহ ভালো খেলবে।’
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্ট বিশ্বকাপের সপ্তম আসর। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে ‘বি’ গ্রপে। সেখানে বাংলাদেশের অপর দু’টি ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনি।