নাসুম ‘দ্য টেকেন ফর গ্র্যান্টেড’ আহমেদ

এই সময়ে বাংলাদেশের সেরা স্পিনার বলা যায় শেখ মেহেদী হাসানকে। কিন্তু, নাসুমকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পেয়েছেন মেহেদী, স্রেফ তিনি বাঁ-হাতি স্পিনার বলে। এই সুযোগটাকে কি টেকেন ফর গ্র্যান্টেড মনে করছেন নাসুম?

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কখনওই এক ওভারে ছয় ছক্কার নজীর দেখা যায়নি। এবার সেই লজ্জার রেকর্ড গড়ার দুয়ারেই দাঁড়িয়ে ছিলেন নাসুম আহমেদ, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাংলাদেশের নি:সঙ্গ বাঁ-হাতি স্পিনার। তবে, এই দফায় চারটা ছক্ক হাকিয়েই ক্ষান্ত দিয়েছেন খুশদিল শাহ।

নাসুম আহমেদের সেই ‘মোজো’ আর নেই। মিরপুরের ‘ধানক্ষেত’ সদৃশ উইকেটে তিনি যে পরিমানে উইকেট পেয়েছেন, স্পোর্টিং উইকেটে সেটা আর সম্ভব নয়। আর এবারের বিপিএল তো হচ্ছে রান প্রসবা উইকেটে। ফলে, নাসুম আহমেদেরে জারিজুরি ফাঁস হয়ে যাচ্ছে। তাই তো, পাকিস্তান দলেও জায়গা না পাওয়া খুশদিল শাহ বলে কয়ে ছক্কা হাকাতে পারেন। তাও আবার টানা চারটা।

রংপুর রাইডার্সের ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। তখনও ম্যাচের লাগাম টানতে পারেনি টুর্নামেন্টের অপরাজিত দল রংপুর। তখন বড় একটা ওভার খুবই দরকার ছিল রংপুরের। খুলটা টাইগার্সের নাসুম আহমেদকে সামনে পেয়ে সেই কাজটাই করলেন খুশদিল শাহ। এই চার ছক্কায় হাফ সেঞ্চুরি পেয়ে রংপুরকে ম্যাচের মোমেন্টাম এনে দেন খুশদিল শাহ।

প্রথম বল ডিপ মিড উইকেট দিয়ে হাঁকান। ছক্কা। ‍দ্বিতীয় বলেও একই দৃশ্য। শর্ট বল, মিড উইকেট আর লং অনের মাঝখান দিয়ে ছক্কা। এরপর ফুলটস, স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। এরপর আবারও ফুলার ডেলিভারি, পরিণতি ওই একই। সবগুলো বলের ইনপুট আর আউটপুট প্রায় একই রকমই। তাহলে কি আজকাল মাথা খাটানোটাই বন্ধ করে দিয়েছেন নাসুম আহমেদ?

এই সময়ে বাংলাদেশের সেরা স্পিনার বলা যায় শেখ মেহেদী হাসানকে। কিন্তু, নাসুমকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পেয়েছেন মেহেদী, স্রেফ তিনি বাঁ-হাতি স্পিনার বলে। এই সুযোগটাকে কি টেকেন ফর গ্র্যান্টেড মনে করছেন নাসুম?

Share via
Copy link