সিরিজ সেরা নাসুম আহমেদ। না, মোটেও মিরপুরে হয়নি একটি ম্যাচও, যেখানের স্লো, লো পিচে নাসুম করেছেন বাজিমাত। এমনকি আবু ধাবি অথবা দুবাইয়ের বিশাল বাউন্ডারির স্টেডিয়ামেও হয়নি একটিও ম্যাচ। শারজাহর ছোট বাউন্ডারিতেও নাসুম নিয়ন্ত্রণের প্রতিমূর্তি হয়ে বাগিয়ে নিয়েছেন সিরিজ সেরার পুরষ্কার।
আলোচনায় খুব একটা প্রাধান্য কখনোই পাননা নাসুম আহমেদ। একবার শুধু তিনি হেডলাইনে জায়গা পেয়েছিলেন, চান্ডিকা হাতুরুসিংহের সাথে বিবাদের জোরে। কিন্তু তার পারফরমেন্সের সর্বদাই থেকে গেছে প্রদীপের নিচের অন্ধকারে।
এবার অন্তত নাসুম তার সামর্থ্যের একটা স্বীকৃতি পেলেন এবং এটা ছিল তার প্রাপ্য। আফগানিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সেই যাত্রায় কৃপণতার জ্বলন্ত মূর্তি হয়ে উঠেছিলেন নাসুম আহমেদ। শারজাহের ওই ছোট মাঠেও তার ইকোনমি ছিল মোটে ৫.৫৮।

তার সক্ষমতা আর সামর্থ্যের এর থেকে ভাল নিদর্শন আর হতে পারে না। এছাড়াও পাঁচটি উইকেট বাগিয়েছেন তিনি। আফগানিস্তানের ব্যাটিং ইউনিটের প্রায় প্রত্যেকেই আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের আগুন পুষে রাখেন নিজেদের মধ্যে। এমন সব ব্যাটারদেরকে বিন্দুমাত্র হাত খোলার সুযোগ দেননি নাসুম।
এমনকি তার বলে খুব একটা স্বাছন্দ্যে বাউন্ডারিও হাঁকাতে পারেননি আফগান ব্যাটাররা। তিন ম্যাচে মোটে ছয়টি বাউন্ডারি হজম করেছেন নাসুম। যার মধ্যে চারটি চার ও স্রেফ দুইটি ছক্কা। প্রথম ম্যাচে তো সেটুকুর সুযোগও দেননি বা-হাতি এই অফস্পিনার।
প্রতিটা ম্যাচেই আফগানিস্তান থেমেছে বেশ স্বল্প রানে। সেই কৃতীত্বেও নাসুমের অবদান আছে। তিনি চাপ প্রয়োগ করেছেন, নিজে উইকেট নিয়েছেন, সতীর্থকে উইকেট পেতে সহয়তা করেছেন। আরব আমিরাতের এই মাঠটিতে রান হয় প্রচুর। চলতি বছরে এই মাঠে প্রথম ইনিংসে গড়ে ১৬৫ রান হয়েছে।

অথচ, আফগানিস্তান গোটা সিরিজে স্রেফ একবারই দেড়শ রানের গণ্ডি ছাড়াতে পেরেছে এই নাসুমের কল্যাণেই। তার থেকেও বড় বিষয়, নাসুমকে অধিকাংশ ম্যাচেই ব্যবহার করা হয়েছে নতুন বলে, পাওয়ার প্লে-তে। সেই সময়ের ফিল্ড রেস্ট্রিকশনের মাঝেও, নাসুম হয়ে ওঠেননি রানপ্রসবা।
পাওয়ার প্লে-তে ছয় ওভার করেছেন তিনি তিন ম্যাচে। এই সময়ে বাউন্ডারিতে স্রেফ দুইজন ফিল্ডার থাকা সত্ত্বেও নাসুম রান দিয়েছেন মাত্র ৩৪টি। অর্থাৎ ওভারপ্রতি ৫.৬৬ রেটে রান দিয়েছেন তিনি পাওয়ার প্লে-তে। উইকেট নিয়েছেন দুইটি। এই সব পরিসংখ্যান ও পরিস্থিতিই বরং বলে দেয়, নাসুম ঠিক কতটুকু মুন্সিয়ানা দেখিয়েছেন গোটা আফগানিস্তান সিরিজে।











