নাভিন উল হক, ভিলেন থেকে নায়ক

কি ভয়াবহ এক দু:সময় ছিল! ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ আর টি-টোয়েন্টি ফরম্যাটে মন দেবেন বলে সরে দাঁড়িয়েছিলেন ওয়ানডে ক্রিকেট থেকে। কিন্তু, সেই সিদ্ধান্তটাই নাভিন উল হকের জন্য কাল হয়ে দাঁড়ায়!

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) রোষাণলের মুখে পড়েন তিনি। বিদেশি লিগ খেলার ব্যাপারে জারি করা হয় নিষেধাজ্ঞা। সেই সময়টা কাটিয়ে উঠে তিনি এখন দিব্যি খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। শঙ্কা কেটে গেছে।

শঙ্কা ছিল আরও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেমন তিনি হট কেক, তেমনি নিন্দার রবও উঠেছিল। কারণ, তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন খোদ বিরাট কোহলির সাথে। সেই ঘটনাও আবার ঘটে খোদ ভারতের মাটিতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে। লখনৌ সুপার জায়ান্ট আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরুর মধ্যকার ম্যাচ শেষে সেই দ্বন্দ্বের রেশ ছড়ায় অনেকদূর। সেখানে যোগ হয় গৌতম গম্ভীরের মত নামও।

স্যোশাল মিডিয়াতে ভিলেন বনে যান নাভিন। যদিও, এই সময়টায় তাঁর পাশে এসে দাঁড়ান খোদ বিরাট কোহলি। পরের ম্যাচেই তিনি দুয়ো দেওয়া দর্শকদের চুপ করিয়ে দিয়ে ইশারা করে বলেন, দুয়ো নয় এই ছেলেটার প্রাপ্য শুধু তালি।

এরপর থেকে যেন কেবল তালিই পাচ্ছেন নাভিন। আর সেটা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অব্যাহত। দু:সময় কাটিয়ে নাভিন বুঝিয়ে দিচ্ছেন, বুঝে শুনেই তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

উগান্ডার বিপক্ষে দুই ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন। তাতে, মাত্র চার রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। চার ওভারের কোটা পূরণ করার সুযোগ পেলে তিনি করতে পারতেন সেটা বোধকরি আর বলে না দিলেও চলে! ভিলেন থেকে নায়ক হওয়া সম্ভবত এটাকেই বলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link