আর চেন্নাইয়ের অধিনায়ক নন এমএস ধোনি!

নিজের শেষ মৌসুমটা চেন্নাই সুপার কিংসে অধিনায়ক হিসেবে খেলা হবে না মহেন্দ্র সিং ধোনির। সিএসকে নতুন অধিনায়ক নির্বাচন করে ফেলেছে। তিনি হলেন রুতুরাজ গায়কোয়াড়। অধিনায়ক হিসেবে তিনিই আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।

ধোনির অধীনেই গড়ে উঠেছেন রুতুরাজ। সেই ২০১৯ সাল থেকে রুতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। চার মৌসুম খেলার পর দলটির হয়ে বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি।

আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অধিনায়কদের ফটোসেশনের চেন্নাইয়ের প্রতিনিধি হিসেবেও ছিলেন গায়কোয়াড়। ভারতীয় গণমাধ্যমগুলোও সিএসকের অধিনায়কত্ব বদলের খবরটা নিশ্চিত করেছে।

আইপিএলের তরফ থেকেও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হয়, ‘চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে পরিচিত হউন – রুতুরাজ গায়কোয়াড়।’

এবার প্রথমবার চেন্নাইয়ের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে, ধোনির নেতৃত্বে খেলার সুযোগ তাঁর হচ্ছে না। নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে রুতুরাজের হাতে।

সিএসকের অধিনায়কত্ব ধোনি আগেও ছেড়েছিলেন। ২০২২ সালের আইপিএলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। সিএসকের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা।

কিন্তু, তাঁর অধীনে শোচনীয় পারফরম্যান্স করেছিল চেন্নাই। সেই পরিস্থিতিতে জাদেজার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ফেরত নিয়েছিলেন ধোনি।

এবারের আসরের আগপর্যন্ত আইপিএলে ২১২ ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে ১২৮ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন ধোনি। দলকে শিরোপা এনে দিয়েছেন পাঁচবার। যা আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ। বলা যায়, অনেকটা নীরবেই অধিনায়কত্বটা ছেড়ে দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link