ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দারুণ এক মৌসুম কাটিয়েছেন শিভাম দুবে। যার ফলস্বরূপ ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি । তবে বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি দুবে। মৌসুমে তাকে দিয়ে মাত্র এক ওভার বল করিয়েছেন অধিনায়ক গাইকোয়ার। তবে সাবেক কিউই অধিনায়ক স্টিভেন ফ্লেমিং মনে করেন দলের প্রয়োজনে বল হাতেও দুবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আফগানদের বিপক্ষে ঘরের মাঠে তিনি নিয়মিত বোলিং করেছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করায় দুবের বোলিং আবারও নজরে আসে। তার বোলিং ধরণ ধীর গতির ক্যারিবিয়ান পিচে বেশ কার্যকারী হতে পারে।
ফ্লেমিং বলেন, ‘যদি তার বোলিং এমন হয় যেমনটা সে কথা বলে, তবে সে কপিল দেবের মতো। সে আইপিএলে তার বোলিং নিয়ে অনেক কাজ করেছে। আমাদের এমন অনেক খেলোয়াড় ছিল যারা ব্যাট ও বল দুটিতেই পারদর্শী । সাথে ইম্প্যক্ট প্লেয়ার নিয়মও অলরাউন্ডারের কাজ কমিয়ে দিয়েছে। এর ফলে ব্যাটসম্যান যারা অল্পস্বল্প বল করত তারাও হাত ঘুরানোর সুযোগ পায়নি, যা কিছুটা ক্ষতিকারক।’
দুবে তার ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আটটি উইকেট নিয়েছেন। যেখানে তার বোলিং গড় ৪৫ এবং ইকোনমি রেট ৯.৮৬। তার এই সাধারণ পরিসংখ্যান সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে বল হাতে দুবে বড় ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে যখন তারা তিনজন স্পিনার নিয়ে মাঠে নামবেন।
ফ্লেমিং মনে করেন ধীর গতির পিচে দুবে তার উচ্চতা ও গতি পরিবর্তনের জন্য কার্যকারী হতে পারে। নিউইয়র্কের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তবে একাদশে দুবের জায়গা হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।