ফরম্যাটের সাথে বদলে গেল ফলাফলটাও। ভারতের সামনে দাঁড়াতেই পারলো না নিউজিল্যান্ড। রানের পাহাড় গড়ে প্রথম টি-টোয়েন্টি নিজেদের করে নিল স্বাগতিকরা।
এদিন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। আর এরপরই স্টেডিয়ামজুড়ে এক ঝড় চালান অভিষেক শর্মা। তার ব্যাট থেকে ২৪০ স্ট্রাইক রেটে আসে ৮৪ রান। অধিনায়ক সুরিয়াকুমার যাদব ফর্মে ফেরার আভাস দিলেও তাঁকে থামতে হয় ৩২ রানে। পরের কাজটা করেন রিঙ্কু সিং। আবারও প্রমাণ করলেন তিনি জাত ফিনিশার। তাঁর করা ২০ বলে ৪৪ রানের ইনিংসের সুবাদে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৮।

নিউজিল্যান্ডের সামনে জিততে হলে টপকাতে হবে রানের পাহাড়। যতই ফ্ল্যাট উইকেট হোক না কেন, ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে এই রান চেজ করাটা দুঃসাধ্য কাজই বটে। তা আরও কঠিনতর হয়ে যায় এক রানের মাথায় দুই উইকেট হারালে।
তবে সেখান থেকে একটা চেষ্টা চালান গ্লিন ফ্লিপস। নিসঙ্গ শেরপার বেশে লড়াই করতে থাকেন বাইশ গজে দাঁড়িয়ে। শেষমেষ তাকেও থামতে হয় ৭৮ রান করে। শেষদিকে আপ্রাণ চেষ্টা চালিয়েও নিউজিল্যান্ড কেবল ব্যবধান কমিয়েছে। থামতে হয়েছে ১৯০ রানে।

ওয়ানডে সিরিজ হারের ব্যথাটা এখনও রয়েছে ভারতের মনে। টি-টোয়েন্টিতে তাই বদলা নিতে হবে। এমন মানসিকতার ফলস্বরূপ প্রথম ম্যাচেই ৪৮ রানের জয় তুলে নিল ভারত। বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতির শুরুটা হলো











