বিপর্যস্ত নেইমারদের উদ্দাম পার্টি

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার মিশনে ফেভারিট হিসেবেই কাতারে এসেছিল ব্রাজিল। নেইমারও নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপা জিততে ছিলেন মরিয়া। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে ব্রাজিলের। টাইব্রেকারে হারার পর চোখের জলে মাঠ ছেড়েছিলেন নেইমার। কিন্তু সেই দু:সহ হারের এক সাপ্তাহ পেরোতে না পেরাতেই আবারও খবরের শিরোনাম নেইমার। কিন্তু এবার কোনো ফুটবলীয় কারণে নয়।

নেইমার তার নিজের শহর সাও পাউলোতে ফেরার পর থেকেই নিজের স্বাভাবিক জীবনে ফিরেছেন বলেই জানাচ্ছে ব্রাজিলের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। সাও পাউলোর একটি সংবাদ মাধ্যম ফোলহা জানিয়েছে, সাও পাউলোর বোনের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছেন নেইমার।

যদিও নেইমার তার পার্টিকে গোপন রাখতে চেয়েছিলেন যেন মিডিয়ার নজরে না পড়ে। কিন্তু, সব সময়ই ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ার নিয়ে গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকা নেইমার শেষ পর্যন্ত গোপন রাখতে পারেননি।

নেইমারের পার্টিতে আমন্ত্রিত ছিলেন আরেক ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এন্টনিও। এছাড়াও ব্রাজিলের বিনোদন জগতের তারকাও ছিলেন নেইমারের পার্টিতে। জোয়াও গোমেজের মত ব্রাজিলিয়ান বিখ্যাত সংগীত শিল্পীরাও নেইমারের আমন্ত্রিত অতিথি।

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ পার হতে না হতেই নেইমারের এমন পার্টির খবর গণমাধ্যমে আসা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন নেইমার।

বেশ কয়েকজন ব্রাজিলিয়ান বেশ বিরক্ত নেইমারের এমন কাণ্ডে। তাঁরা অভিযোগ করে বলেছে, ‘নেইমার জাতীয় দলের জন্য নয়। শুধু দেখুন নেইমার কিভাবে ব্রাজিলের হয়ে খেলে আর সেমিফাইনালে মেসি কিভাবে খেললো।’

যদিও বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভেঙে পড়া নেইমারের জন্য সমবেদনাও জানাচ্ছেন অনেকে। নেইমারকে সমর্থন করে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যারা সমালোচনা করছেন তারা কি চান নেইমার আরও ভেঙে পড়া অবস্থায়ই থাকুক?

সে খুবই বিপর্যস্ত ছিল হারের পর। কিন্তু জীবনকে চালিয়ে নিতে হয়। সে বয়সে তরুণ, ধনী এবং তার জীবনে আরও কারণ আছে খুশি থাকার। নিজের মানসিক স্বাস্থ্যকে ভাল রাখতে একটি ভাল পার্টির চেয়ে দারুণ আর কি হতে পারে!’

কোয়ার্টার ফাইনালে হারের পর খুবই বিপর্যস্ত ছিলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে আর খেলবেন কিনা এ নিয়েও দ্বিধায় ছিলেন। কিন্তু কিংবদন্তি পেলের অনুরোধে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন নেইমার।

কিন্তু, এখনই জাতীয় দলে ফিরছেন না এই পিএসজি তারকা। কয়েক মাসের জন্য জাতীয় দল থেকে বিরতি নিয়েছেন নেইমার। যদিও সামনের কয়েক মাসে ব্রাজিলের গুরুত্বপূর্ণ কোনো খেলা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link