বিশ্বকাপ ফাইনালের সেরা দল

বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতা প্রতিটি ফুটবলারেরই স্বপ্ন। কোনো দল প্রথম বিশ্বকাপ ফাইনালেই শিরোপা জিতে নেয়, আবার কোনো দলকে চেষ্টা করতে হয় একাধিকবার। অনেক সময় বহু চেষ্টার পরও ভাগ্যে শিকে ছেঁড়ে না ট্রফির।

বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতা প্রতিটি ফুটবলারেরই স্বপ্ন। কোনো দল প্রথম বিশ্বকাপ ফাইনালেই শিরোপা জিতে নেয়, আবার কোনো দলকে চেষ্টা করতে হয় একাধিকবার। অনেক সময় বহু চেষ্টার পরও ভাগ্যে শিকে ছেঁড়ে না ট্রফির। আসুন দেখে নেয়া যাক সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনালে খেলা দলগুলোকে। 

  • জার্মানি – ৮ বার

বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল হলেও সবচেয়ে ধারাবাহিক দলটার নাম জার্মানি। সমান চারবার করে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হওয়ার পথে দলটি ফাইনাল খেলেছে সর্বোচ্চ আটবার। ১৯৫৪ বিশ্বকাপ ফাইনালে  পুসকাস, ককসিসের ম্যাজিকাল ম্যাগিয়ার্সকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় জার্মানরা।

এরপর একে একে শিরোপা জিতেছে ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ বিশ্বকাপে। তবে মুদ্রার উল্টোপিঠে চারবার ফাইনাল হেরেছে তাঁরা। ১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্টের হ্যাটট্রিক, ১৯৮২’তে পাওলো রসির দুরন্ত ফর্ম, ১৯৮৬ সালে অতিমানব ম্যারাডোনা, ২০০২ সালে অলিভার কানের ভুল হতাশায় ডুবিয়েছে তাঁদের।

তবে প্রথম ইউরোপিয় দল হিসেবে লাতিন আমেরিকা থেকে শিরোপা নিয়ে ফিরেছিল তাঁরা। সেবারের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলের লজ্জায় ডুবিয়ে ফাইনালে উঠেছিল তাঁরা। 

  • ব্রাজিল – ৭ বার

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। পাঁচবার জেতার পাশাপাশি মোট সাতবার ফাইনাল খেলেছে লাতিন আমেরিকার দলটি। তবে দুইবার শিরোপার খুব কাছে গিয়েও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদেরকে।

১৯৫০ সালের মারাকানাজো কিংবা ১৯৯৮ বিশ্বকাপে জিদানের ম্যাজিকে বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ব্রাজিলকে। তবে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপ জিতে জুলেরিমে ট্রফি চিরতরে নিজেদের করে নেয় ব্রাজিল।  এরপর প্রায় দুই দশকের শিরোপা খরা কাটিয়ে ১৯৯৪ এবং ২০০২ বিশ্বকাপের শিরোপা জিতে নেন রোনালদো-কাফুরা। 

  • ইতালি – ৬ বার

টানা দুই বিশ্বকাপের চূড়ান্তপর্বে উঠতে না পারলেও বিশ্বকাপে ইতালির রয়েছে গৌরবের ইতিহাস। চারবার বিশ্বকাপ জেতার পাশাপাশি দুইবার রানার্স আপ হয়েছে আজ্জুরিরা। ১৯৩৪ এবং ১৯৩৮ বিশ্বকাপে শিরোপা জিতে প্রথম দল হিসেবে টানা দুই শিরোপা জেতার কৃতিত্ব গড়ে তাঁরা।

এরপর ১৯৮২ সালে পাওলো রসির ম্যাজিকে পুনরায় শিরোপা ঘরে তোলে তাঁরা। ২০০৬ বিশ্বকাপে ইতালিকে চতুর্থ শিরোপা এনে দেনে ক্যানাভারো-বুফনরা। তবে ১৯৭০ এবং ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে হারতে হয় ইতালিয়ানদের। 

  • আর্জেন্টিনা – ৫ বার 

লাতিনের আরেক দল আর্জেন্টিনা এখনো পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে উঠেছে ছয়বার। এরমাঝে দুইবার জেতার পাশাপাশি হারতে হয়েছে তিনবার। বিশ্বকাপের উদ্বোধনী আসরেই উরুগুয়ের কাছে হেরে রানার্স আপ হতে হয় তাঁদেরকে। ১৯৭৮ বিশ্বকাপে ঘরের মাঠে মারিও কেম্পেসের জাদুতে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় তাঁরা।

এরপর ১৯৮৬ সালে ম্যারাডোনা নামক জাদুকরের আবির্ভাবে আরো একবার বিশ্বসেরা হয়। এরপর ৩৬ বছর কেটে গেলেও বিশ্বকাপ জেতা হয়নি তাঁদের। মাঝে ১৯৯০ এবং ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে জার্মানির কাছে। কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এখন দেখার বিষয় বিশ্বকাপের শিরোপা খরা কাটাতে পারেন কিনা মেসি-আলভারেজরা। 

  • ফ্রান্স – ৪ বার 

বিগত সাত আসরের মাঝে চারবার ফাইনাল খেলছে ফ্রান্স। ১৯৯৮ এবং ২০১৮ সালে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৬ বিশ্বকাপে ফিরে আসতে হয়েছে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছেও।

সেবার ইতালির কাছে টাইব্রেকারে হেরে শিরোপাবঞ্চিত হয় জিদানের দল। এবারের বিশ্বকাপেও শিরোপা ধরে মিশনে দুরন্ত ফর্মে আছে ফরাসিরা। সেমিতে মরক্কোকে হারিয়ে চতুর্থবারের মত ফাইনাল খেলবেন এমবাপ্পে-জিরুডরা। 

  • নেদারল্যান্ডস – ৩ বার

বিশ্বকাপের সবচেয়ে হতভাগা দলের নামটা বোধহয় নেদারল্যান্ডস। তিনবার ফাইনালে উঠলেও কোনোবারই শিরোপা জেতার সৌভাগ্য হয়নি ডাচদের। বি

শেষ করে ১৯৭৪ বিশ্বকাপে ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জার্মানি। এছাড়াও ১৯৭৮ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা এবং ২০১০ সালে স্পেনের কাছে ফাইনালে হারে ডাচরা। 

  • উরুগুয়ে – ২ বার
১৯৩০ সালের বিশ্বকাপজয়ী উরুগুয়ে দল।

বিশ্বকাপ ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে উরুগুয়ের। ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরেই ঘরের মাঠে শিরোপা জিতে নেয় তাঁরা। সেবারের ফাইনালে পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারায় ৪-২ গোলে।

দুই দশক বাদেই আবারো উরুগুয়ে চমক, এবারের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে তাঁরা। আলসিদেস ঘিঘিয়ার সেই বিখ্যাত গোলের পর মারাকানা জুড়ে যেন মৃত্যুর নিস্তব্ধতা নেমে এসেছিল। 

  • হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া – ২ বার

বিশ্বকাপের পুরনো দুই শক্তি হাঙ্গেরি এবং চেকোস্লোভাকিয়া বিশ্বকাপ ফাইনাল খেলেছে দুইবার করে। ১৯৩৮ সালে ইতালির কাছে হেরে প্রথমবার রানার্স আপ হয় হাঙ্গেরি। এরপর ১৯৫৪ বিশ্বকাপের ফেবারিৎ দল ছিল তাঁরা। কিন্তু ফাইনালে তাঁদের জয়যাত্রা থামিয়ে দিয়ে শিরোপা উৎসব করে জার্মানি। এরপর আর কখনো ফাইনাল খেলা হয়নি তাঁদের।

অন্যদিকে ফুটবলের হারিয়ে যাওয়া শক্তি চেকোস্লোভাকিয়া ১৯৩৮ এবং ১৯৬২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। কিন্তু ইতালি এবং ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। 

  • ইংল্যান্ড , স্পেন – ১ বার

ইংল্যান্ড এবং স্পেন দুই দলই একবার করে ফাইনালে উঠেই শিরোপা জিতে সবাইকে চমকে দিয়েছে। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে জিওফ হার্স্টের হ্যাটট্রিকে শিরোপা জেতে ইংলিশরা। অন্যদিকে আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপে ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোলে ম্যাচ জিতে শিরোপা উৎসবে মাতে স্প্যানিশরা। 

  • সুইডেন, ক্রোয়েশিয়া – ১ বার

১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল স্বাগতিক সুইডেন। কিন্তু অদম্য ব্রাজিল আর পেলের ম্যাজিকে বিশ্বকাপ জেতা হয়নি তাঁদের। ফাইনালে রীতিমতো অসহায় আত্নসমর্পণ করে সুইডিশরা, তাঁদেরকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ব্রাজিল।

অন্যদিকে সবাইকে চমকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। কিন্তু লুঝনিকির সেই ফাইনালে ফরাসিদের কাছে ৪-২ গোলে হেরে যায় ক্রোয়াটরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...