নিশাঙ্কার বাংলাদেশকে পেলেই কি যেন হয়!

ম্যাচের আগে ঘাম ঝরানো প্রস্তুতি নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পেস-বাউন্স যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, সেজন্য নেটে স্লাব বসিয়ে আলাদা করে শর্ট বল কিংবা আন-ইভেন বাউন্সের অনুশীলন করেন নিশাঙ্কা।

শ্রীলঙ্কান এই ক্ষুদে ভক্তের কোনো বিশ্রাম নেই। পুরোটা সময় দলের নাম ধরে চিৎকার করছেন, কখনও বা কোনো ক্রিকেটারের নাম নিচ্ছেন। এক পর্যায়ে বলেই বসলেন, পাথুম নিশাঙ্কা আজকেও সেঞ্চুরি করবেন।

আবার বললেন, ‘আমার সাথে বাজি ধরবে?’ কেউ তাঁর সাথে আদৌ বাজি ধরেছিল কি না, জানা গেল না – তবে, এটা ঠিক যে যে পাথুম নিশাঙ্কা তাঁর কথার দাম রেখেছে।

গল টেস্টের মত কলম্বোতেও সেঞ্চুরি করে ফেলেছেন। ১৮ তম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন। প্রথম ১৬ টেস্টে যার সেঞ্চুরির সংখ্যা মাত্র দু’টি ছিল, সেই নিশাঙ্কা দুই টেস্টের ব্যবধানে সেঞ্চুরির পরিমান দ্বিগুণ করে ফেলেছেন।

ধনাঞ্জয়া ডি সিলভা সম্ভবত ঠিকই বলেছিলেন। উইকেট পুরোপুরি ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক। সেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারলে বাকিটা সময় ব্যাটারদের জন্য ব্যাটিং খুব সহজ।

সেই সহজ কাজটাই করলেন নিশাঙ্কা। কলম্বোর এমনিতে আবহাওয়া মোটেও মাঠে থাকার উপযোগী নয়। প্রখর রোদ, তাঁর সাথে বাতাসের আর্দ্রতাও বেশি।

বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে খানিকটা মুভমেন্টও পেয়েছিলেন। কিন্তু, লম্বা দৌড়ে সেটা পাথুম নিশাঙ্কাদের জন্য কোনো বিপদ ডেকে আনেনি।

ম্যাচের আগে ঘাম ঝরানো প্রস্তুতি নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পেস-বাউন্স যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, সেজন্য নেটে স্লাব বসিয়ে আলাদা করে শর্ট বল কিংবা আন-ইভেন বাউন্সের অনুশীলন করেন নিশাঙ্কা।

তাই নিশাঙ্কাকে নিশানা বানাতে পারেনি বাংলাদেশ দল। শেষ বিকালে রোদ কমে আসলে আবহাওয়া ছিল আরও সহায়ক। তখন একের পর এক স্ট্রোকের ফুলঝুড়ি ফোটান নিশাঙ্কা। গলের মত কলম্বোতেও বাংলাদেশি বোলারদের কাঁদিয়ে ফেলেন। দিন শেষে অপরাজিত থাকলেন ১৪৬ রানে!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link