বিপিএল নিলামে থাকবেন না বিজয়

গেল আসরে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেন বিজয়, অধিনায়কত্বও করেন। আর সেই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরেই শত অভিযোগের পাহাড় জমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের একদিন আগে বড় ধাক্কা এলো। তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়সহ আরও অন্তত ১০-১২ জন ক্রিকেটার। প্রাথমিক খসড়া তালিকায় নাম থাকলেও শেষ মুহূর্তে তাদের সরিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের চূড়ান্ত নিলাম তালিকায় না রাখার সিদ্ধান্ত এসেছে দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে। তাঁর পরামর্শ অনুযায়ী শুক্রবার রাতেই তৈরি করা হয় নিলামের চূড়ান্ত তালিকা, যেখানে রাখা হয়নি সন্দেহভাজনদের কাউকেই।

শুধু খেলোয়াড় নয়, দলগুলোর সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট—কারো সঙ্গেই যেন ফিক্সিং সংশ্লিষ্ট কেউ যুক্ত না থাকে, সে নির্দেশনাও নতুন করে জানিয়ে দেবে বিসিবি। এমন কেউ থাকলে তাকে বিপিএলের অ্যাক্রিডেশনও দেওয়া হবে না।

তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি এর আগে প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে প্রায় ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ফিক্সিং সন্দেহের কথা তুলে ধরেছিল। এর মধ্যে ৮-১০ জন ক্রিকেটার—এমনকি জাতীয় দলের ক্রিকেটারও রয়েছেন বলে জানা গেছে।

গত আসরে ফিক্সিং বিতর্ক বড় আকারে ছড়িয়ে পড়ার পরই তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তাদের প্রতিবেদনের পর অতিরিক্ত তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যালেক্স মার্শালকে। তিনিও একই সুপারিশ করেছেন—আসন্ন বিপিএল থেকে অভিযুক্তদের সম্পূর্ণ দূরে রাখাই হবে সবচেয়ে নিরাপদ পথ।

সব মিলিয়ে, ফিক্সিং সন্দেহে কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি, আর তারই প্রথম ঝটকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নাম আসছে নিলাম বাদ পড়া ক্রিকেটারদের। গেল আসরে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেন বিজয়, অধিনায়কত্বও করেন। আর সেই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরেই শত অভিযোগের পাহাড় জমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

Share via
Copy link