মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হচ্ছে কলকাতা

গত বছর ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ স্থগিত হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে, কিন্তু বিসিসিআই এখনও কোনও প্রতিশ্রুতি দেয়নি।

খেলাধুলা ও ভূ-রাজনীতির জটিল মেলবন্ধনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি হলো আইপিএল আগে। আর তাঁর শিকার হলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সংস্থা এনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিত সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে চারদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে রিলিজ করার নির্দেশ দিয়েছে। কেকেআর যদি তাঁর বদলে কোনো খেলোয়াড় নিতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

প্রথমে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি গ্রহণ করলেও, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতজুড়ে চলা প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত এই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বোর্ড। গেল ডিসেম্বরের আইপিএল নিলামে কেকেআর মুস্তাফিজকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল, যা তাঁকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারে পরিণত করে।

কিন্তু সেই রেকর্ড দামই শেষ পর্যন্ত কেকেআরের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। বোলিং আক্রমণ নিয়ে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে শাহরুখ খানের দলকে।

এই ঘটনার প্রভাব দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কেও পড়তে পারে। গত বছর ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ স্থগিত হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে, কিন্তু বিসিসিআই এখনও কোনও প্রতিশ্রুতি দেয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে, বিসিসিআই যে সিরিজে সম্মতি দেবে না, তা কার্যত স্পষ্ট।

Share via
Copy link