এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের জাতীয়দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে তামিম ইকবাল আগেই ছিটকে যাওয়ায় তাঁর রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে।
ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করার সুবাদে প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। ইমার্জিং এশিয়া কাপের পারফরফরম্যান্স তাঁর জন্য জাতীয় দলের দরজা খুুলে দিয়েছে।
বেশ কিছু দিন ধরে আলোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়নি ১৭ সদস্যের এ দলে। এ ছাড়া এশিয়া কাপের স্কোয়াড দিয়ে বেশ কিছুদিন বাদে জাতীয় দলে ফিরেছেন শেখ মেহেদী হাসান। সৌম্য সরকার আলোচনায় থাকলেও স্কোয়াডে নেই তিনি।
সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তাঁর জায়গায় এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছেন নাসুম আহমেদ।
এ ছাড়া দলে যথারীতি জায়গা ধরে রেখেছেন আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ। সাত নম্বরের ব্যাটিং বিবেচনায় আফিফ ছাড়াও দলে জায়গা পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। প্রথমবারের মত ওয়ানডে অভিষেকের দুয়ারে দাঁড়িয়ে আছেন শামিম।
- বাংলাদেশের ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামিম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাইম শেখ।