চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নেমেই বাজিমাত করেছেন নুর আহমেদ। কেন তিনি অন্যতম সেরা পছন্দ- সে প্রশ্নের উত্তরই দিলেন আফগান এই লেগ স্পিনার। চিরপ্রতিদ্বন্দী মুম্বাই ইন্ডিয়ান্সকে একেবারে তছনছ করে দিয়েছেন বা-হাতের ঘূর্ণি জাদুতে। এবারের মৌসুমের একটা আগাম বার্তা দিয়ে রাখলেন নুর।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এই দলের জার্সি গা জড়ানো ভীষণ চাপের বটে। কিন্তু চাপকে শক্তিতে রুপান্তরিত করলেন নুর আহমেদ। চিপকের উইকেটের দাঁড়িয়ে দেখালেন ঘূর্ণির সেই মায়াবী জাদু। সেই মায়ার জালে আটকে গেলেন মুম্বাইয়ের চার চারজন ব্যাটার।
মিডল ওভারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টো উইকেটই নিজের পকেটে নিয়েছেন চায়নাম্যান নুর আহমেদ। মুম্বাইয়ের অধিনায়ক সুরিয়াকুমার যাদব তার ঘূর্ণির ফাঁদে আটকা পড়েছেন। মারকুটে ব্যাটার তিলক ভার্মাকেও হজম করতে হয়েছে একই পরিণতি। এই দুই ব্যাটারকে ফিরিয়ে মুম্বাইয়ের রানের নদীকে শুকিয়ে দেন নুর আহমেদ।
এছাড়াও তরুণ ব্যাটার রবিন মিঞ্জকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন, চাপের ভারি বস্তা তুলে দিয়েছেন তার কাঁধে। পাশাপাশি নামান ধীরের উইকেট উপড়ে ফেলেন নুর। স্পিনের ধূর্ততা ধরতেই পারেননি ধীর।
হ্যাট্রিকের সুযোগও এসেছিল নুরের সামনে। তবে সেই সুযোগটা কাজে লাগাতে তিনি ব্যর্থ হয়েছেন। নতুবা ফাইফারও পেয়ে যেতে পারতেন আফগান এই বোলার।
তবে দিনশেষে ১৮ রান দিয়ে চার উইকেট পেয়ে নিশ্চয়ই খুশি নুর আহমেদ। চেন্নাইয়ের মত চ্যাম্পিয়ন দলের জার্সিতে অভিষেক ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার কোয়ালিটি শো করলেন নুর। চিপকের উইকেটে এবারের নিয়মিত দৃশ্য হতে যাচ্ছে নুরের ম্যাজিক শো। মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায় তিনিও হয়ত হয়ে উঠবেন অপ্রতিরোধ্য স্পিনিং মেশিন।