ফুটবল দুনিয়ায় নেইমার জুনিয়র এখন স্রেফ আক্ষেপের একটা নাম; এভারেস্ট জয়ের সবটুকু সম্ভাবনা নিয়ে এসেছিলেন তিনি, অথচ সম্ভাবনার সিকিভাগও বাস্তবে রূপ দিতে পারেননি। তাঁর স্মৃতি এখন কেবলই অতীত, এবার সেই অতীত ঘেঁটে তাঁকে একটুখানি স্মরণ করলেন আরেক ফুটবল তারকা আবদুল কামারা; একটুখানি মনে করিয়ে দিতে চাইলেন কতটুকু ভয়ঙ্কর ছিলেন নেইমার।
নেইমার নামক গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ বোধহয় পিএসজি অধ্যায়। বার্সেলোনা থেকে রেকর্ড মূল্যে ফরাসি জায়ান্টরা কিনে নিয়েছিল তাঁকে; সেখানে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঠিকই। তাঁর খেলায় সুর, তাল, ছন্দ সবকিছুই ছিল। কেন ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে নাসের আল খেলাইফি; সেই প্রশ্নের উত্তর পেতে বেশিদিন অপেক্ষাও করতে হয়নি বিশ্বকে।
সেসব দিনের কথা এবার তুলে ধরেছেন লিগ ওয়ানে লম্বা সময় ধরে খেলা কামারা। ব্রাজিলিয়ান সেনসেশনের বিপক্ষে অনেকবার মুখোমুখি হয়েছেন তিনি, সেই অভিজ্ঞতা তাঁর কাছে ভয়ানক সুন্দর বটে।
এই ফুটবলার বলেন, ‘আমি যাদের বিপক্ষে খেলেছি তাঁদের মধ্যে নেইমার অবশ্যই সেরা। আমাদের মনে হতো তাঁকে কোন কষ্টই করতে হচ্ছে না, মনে হতো সে অন্য কোন ফুটবল ম্যাচ খেলছে। সত্যি বলতে আমরা বাঁধা দিতে পারিনি, নিজেদের দর্শক মনে হচ্ছিলো – বাচ্চারা যেভাবে তাঁকে দেখে সেভাবে দেখছিলাম।’
আকাশছোঁয়া মুগ্ধতা বটে, অথচ পরিসংখ্যানে সেটার ছাপ নেই। পিএসজি ক্যারিয়ারে ১৩টি শিরোপা জিতলেও আকাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাননি নেইমার। ইনজুরির কারণে বারবার ছিটকে পড়েছেন, পঞ্চাশ শতাংশ ম্যাচও বোধহয় খেলা হয়নি তাঁর। শেষমেশ বাধ্য হয়ে ইউরোপীয়ান ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন তিনি।
এসিএলের চোটে সবশেষ কোপা আমেরিকা খেলা হয়নি এই ফরোয়ার্ডের। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে তাঁর ক্লাব আল হিলালের প্রত্যাশা আগামী সেপ্টেম্বর থেকেই চিরচেনা রূপে দেখা যাবে তাঁকে।