বিশ্বকাপের সময়ে বাংলাদেশ করবে ফিটনেস ক্যাম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসেছে অনেক আগেই। খেলোয়াড়রা এই সময়ে কি করবেন? তা নিয়ে একটা প্রশ্ন ছিল সবার মাঝেই।

বিশ্বকাপ বাংলাদেশ খেলছে না, সেটা নিশ্চিত। দীর্ঘ সময় ধরে বসে থাকার তো উপায় নেই। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে চলেছে কন্ডিশনিং ক্যাম্প। পহেলা ফেব্রুয়ারি থেকে মিরপুর বসবে কন্ডিশনিং ক্যাম্প। জাতীয় দল ও নিকট বলয়ের মধ্যে থাকা খেলোয়াড়দের ব্যস্ত রাখার জন্যই এই পন্থা অবলম্বন করতে চলেছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসেছে অনেক আগেই। খেলোয়াড়রা এই সময়ে কি করবেন? তা নিয়ে একটা প্রশ্ন ছিল সবার মাঝেই। সেজন্য বিসিবি আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছিল। কিন্তু সামনেই জাতীয় নির্বাচন থাকায়, এখনই কোন টুর্নামেন্ট আয়োজনের জন্য অনুকূল পরিবেশ নেই- যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে পারেন।

তাইতো এই কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করছে বিসিবি। খেলা না হোক, ফিটনেসটা তো ধরে রাখার উপায় পাবেন ক্রিকেটাররা। নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। প্রাথমিকভাবে তেমন আভাসই মিলেছে। এরপর নির্বাচনের জন্য ছুটি পেতে চলেছেন ক্রিকেটাররা। নির্বাচন পরবর্তী সময়ে বিসিএল ওয়ানডে আয়োজনের কথা ভাবছে বিসিবি।

যেখানে দল হবে মোট চারটি। তিনটি দল হবে জাতীয় দলের নিকটবর্তী বলয়ে থাকা খেলোয়াড়দের নিয়ে। আর চতুর্থ দল গঠন করা হবে হাই পারফরমেন্স ইউনিটে থাকা খেলোয়াড়দের সমন্বয়ে। এই চার দলের মধ্যকার ওয়ানডে টুর্নামেন্টটি রাজশাহী ও বগুড়ায় আয়োজন করতে চায় বিসিবি- তেমন এক সিদ্ধান্তেই উপনীত হয়েছে ক্রিকেট বোর্ড। তবে ফাইনালটা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে পারে।

১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২রা মার্চ অবধি হতে পারে এই টুর্নামেন্ট। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। যদিও এবারের বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না পারায়, প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link