Social Media

Light
Dark

শূন্যে ভেসে রোহিতের অনবদ্য ক্যাচ

নিশ্চিত বাউন্ডারি পেতে পারতেন লিটন, সেটা তো হয়নি। বরং অবাক করার মত একটা ফিল্ডিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারকে ফিরতে হল সাজঘরে। নিজের ভাগ্যকে দুষতেই পারেন লিটন। রোহিতের এত কিছু দেখার তখন সময় কোথায়, তিনি তখন পুরো দল নিয়ে আনন্দে মাতোয়ারা!

তিনি দলের সেরা ফিল্ডার নন, ফিটনেসের দিক থেকে সেরা তিনি কোনো কালেই ছিলেন না। বরং, ট্রাউজারের ওপর ছোট্ট একটা নাদুস নুদুস পেট নিয়ে হেলে-দুলে হাঁটতে থাকাকে তিনি রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

সেই রোহিত শর্মা যখন শূন্যে ভেসে একটা অবিস্মরণীয় ক্যাচ ধরে ফেলেন তখন নড়েচড়ে বসতেই হয়। এমন একটা ‘আচানক’ ঘটনারই সাক্ষী হল কানপুরের গ্রিন পার্ক। লিটন দাসের এক বিস্ময়কর ক্যাচ ধরে ফেললেন ভারতীয় এই অধিনায়ক।

মোহাম্মদ সিরাজের নিরীহ দর্শন বলে লিটন হালকা স্টেপ ডাউন করে মিড অফের ওপর নিয়ে মারতে চাইলেন। আর হলও তাই। কিন্তু, কে জানত ঠিক ওই সময়ই রোহিত শর্মার ওপর সুপারম্যান এসে ভর করবে।

প্রচলিত দৃষ্টিতে নিজের প্রায় ‘আনফিট’ শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিলেন রোহিত। বল মিড অফের ‍ওপর দিয়ে বের হয়ে যাওয়ার আগে জড়ো হল ‘দ্য হিটম্যান’-এর ডান হাতে। হতবাক হয়ে তাঁকিয়ে রইলেন তিন বাউন্ডারিতেস ১৩ রান করা লিটন দাস। পঞ্চম উইকেটের পতন বাংলাদেশের।

নিশ্চিত বাউন্ডারি পেতে পারতেন লিটন, সেটা তো হয়নি। বরং অবাক করার মত একটা ফিল্ডিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারকে ফিরতে হল সাজঘরে। নিজের ভাগ্যকে দুষতেই পারেন লিটন। রোহিতের এত কিছু দেখার তখন সময় কোথায়, তিনি তখন পুরো দল নিয়ে আনন্দে মাতোয়ারা!

Share via
Copy link