সাকিব ‘প্রিমিয়াম’ আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন তিনি, বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ‘পোস্টার বয়’দের একজন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় লক্ষ্য সেমিফাইনাল, সাকিব আল হাসানের ব্যক্তিগত লক্ষ্য কি জানা যায় নি।

বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন তিনি, বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ‘পোস্টার বয়’দের একজন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় লক্ষ্য সেমিফাইনাল, সাকিব আল হাসানের ব্যক্তিগত লক্ষ্য কি জানা যায় নি।

তবে, ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাকিব নিজেও সম্ভবত চেয়েছেন নিদেনপক্ষে তিনটি মাত্র উইকেট। বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলকে পৌছাতে ঠিক ৩ উইকেটই দরকার ছিলো সাকিবের।

বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয়নি এই প্রিমিয়াম অলরাউন্ডারের। ব্যাট কথা বলে নি তার হয়ে, আউট হয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে দৃষ্টিকটুভাবে।বল হাতে সাকিব কখনোই অফফর্মে থাকেন না। ইনজুরি কিংবা নিষেধাজ্ঞা, যখনই সাকিব ফিরেছেন, বোলিং করেছেন অবলীলায়, উইকেট তুলেছেন গুনে গুনে। বিশ্বকাপের ময়দানে সেই বোলিংটাও ভুলে বসেছিলেন।

রান খরার এই বিশ্বকাপে সকল বোলার যখন রান খরচ করছেন আঙুল টিপে টিপে, সাকিব রান বিলিয়েছেন আঙুলের ফাঁক গলে। নেদারল্যান্ডসের বিপক্ষে খুঁজে পেয়েছিলেন ব্যাটিং ফর্ম, খেলেছিলেন ৬৪ রানের অপরাজিত এক ইনিংস। এবার নেপালের বিপক্ষে জানিয়ে গেলেন বোলিং ফর্মটাও ফিরছে পুরোনো রূপে।

এদিন ২.২ ওভার বল করে রান দিয়েছেন কেবল ৯। মাঝের ওভার গুলোতে আঁটোসাটো বোলিংয়ে নেপালের উপর চাপ বাড়িয়েছেন। সবথেকে সন্তোষজনক শেষ ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন। এই ২ উইকেট সাকিবকে অমর হওয়ার পথে আরো দুইধাপ এগিয়ে দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৯। বাকি মাত্র ১ ধাপ, ১ উইকেট হলেই প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। অবিশ্বাস্য এক অর্জন!

সাকিবের অপেক্ষায় আরো একটি রেকর্ড। নামের পাশে মাত্র ২ উইকেট যোগ করতে পারলেই, আন্তর্জাতিক টি২০ তে দ্বিতীয় বোলার হিসেবে গড়বেন ১৫০ উইকেট স্পর্শের মাইলফলক। সাকিব নিশ্চয়ই চাইবেন সুপার এইটের ম্যাচে এই রেকর্ডের সাথে বাংলাদেশকেও ম্যাচ জেতাতে।

অবশ্য রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান ইতোমধ্যেই গড়েছেন আরো একটি প্রথমের কীর্তি। বিশ্বকাপের ইতিহাসে দুই ফরম্যাটেই ৮০০ রান এবং ৪০ উইকেট তো হরহামেশাই দেখা মেলার সুযোগ নেই। সাকিব বলেই এমন কীর্তি সম্ভব।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...